ভোলানাথ সেন

Barisalpedia থেকে

প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট কংগ্রেস নেতা ভোলানাথের (১৯২৩ (?)- ১৮.১.১৯৯৮) জন্ম উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায়। পৈতৃক নিবাস বর্তমান বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে। পিতা কুমুদ সেন।

ভোলানাথ সেন চল্লিশের দশকের শেষদিকে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন। দেশে ফিরে ১৯৫০ খ্রিস্টাব্দে কলকাতা হাই কোর্টে প্র্যাকটিস শুরু করেন। ১৯৭০ খ্রিস্টাব্দ নাগাদ বর্ধমানের সাঁইবাড়ির মামলার সুবাদে তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭২ খ্রিস্টাব্দে নির্বাচনে বর্ধমানের ভাতার কেন্দ্র থেকে জিতে কংগ্রেস মন্ত্রীসভায় পূর্তমন্ত্রী হন। ১৯৮৪ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দে তিনি সংসদ সদস্য, হুগলি রিভারব্রিজ কমিশন ও সি.এম.ডি. এ.-র চেয়ারম্যান ছিলেন। বিনা পয়সায় বহু মামলা তিনি গরিব কংগ্রেস কর্মীদের হয়ে লড়েছেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।