"ভেলাই শেখ মসজিদ, ভান্ডারিয়া"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("ভান্ডারিয়ার প্রাচীন ধর্মীয় ন্থাপনাসমূহের মধ্যে ভেলা..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২১:৩৭, ২২ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

ভান্ডারিয়ার প্রাচীন ধর্মীয় ন্থাপনাসমূহের মধ্যে ভেলাই শেখের মসজিদ স্থাপত্য এবং নির্মান রীতিতে স্বাতন্ত্র্যম-িত। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে বাংলার দক্ষিণাঞ্চলে আগমন করা বিভিন্ন প্রচারকদের মধ্যে শেখ রুমী নামের জনৈক ইসলাম প্রচারক আরব থেকে চট্টগ্রাম হয়ে ভা-ারিয়াতে এসে অবস্থান গ্রহণ করেন। ভেলাই শেখ এই ইসলাম ধর্মপ্রচারকের পুত্র বলে জানা যায়। পরবর্তী পর্যায়ে ভেলাই শেখ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলাম ধর্ম প্রচারক হয়রত খান জাহান আলী (রঃ) সংস্পর্শ লাভ করেন । ইসলাম প্রচারে ভেলাই শেখের অবদানে মুগ্ধ হয়ে খান জাহান আলী (রঃ) তাকে চোপদার উপাধিতে ভুষিত করেন । ইসলাম প্রচারের সময়কালে ভেলাই শেখ তার বাসস্থান ভান্ডারিয়াতে উল্লেখিত মসজিদদ্বয় নির্মান করেন বলে জানা যায়। এই নিবেদিত প্রাণ প্রচারক কর্তৃক নির্মিত মসজিদদ্বয়ের আকার এবং আকৃতিতে পার্থক্য রয়েছে। সামান্য দুরত্বে নির্মিত মসজিদ দু‘টির একটি অপরটির চেয়ে বড়ো । বড়ো মসজিদটির পূর্ব এবং উত্তর পার্শ্বে দুইটি দরজা রয়েছে। ভিতরে বই-পত্রাদি রাখার কুঠুরীও পরিলক্ষিত । অপেক্ষাকৃত ছোট মসজিদের দরজা সংখ্যা তিন। এই প্রকার নকশার কোনো মসজিদ এই অঞ্চলে পরিদৃষ্ট হয় না। ভেলাই শেখ নির্মিত মসজিদদ্বয়ের একটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত আর দ্বিতীয়টি কালের সাক্ষী হয়ে কোনো ক্রমে টিঁকে রয়েছে ।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।