ভারুকাঠির জমিদার মজুমদার পরিবার

Barisalpedia থেকে

ঝালকাঠির গাভা রামচন্দ্রপুরের অধীন ভারুকাঠির মজুমদারদের পরিবার অতীত ও বর্তমান উভয় কালের সম্মানিত এক পরিবার।


ইতিহাস

এই পরিবারের প্রথম পুরুষ রাম জীবন দাশগুপ্ত বিক্রমপুর হতে ঝালকাঠির ভারুকাঠিতে আগমন করেন। তার জ্যেষ্ঠ পুত্র রাম গোপাল চন্দ্রদ্বীপ রাজাদের দেওয়ানী কাজ করে খ্যাতি অর্জন করেন এবং মজুমদার উপাধি লাভ করেন। তিনি চাখারের নিকট বানারীপাড়া রাস্তার পাশে গুয়াচিত্রা দীঘি খনন করেছিলেন। পরে এ পরিবারের লোকজন মুসলমান হয়ে যান। মুসলমান হিসেবে এ পরিবারের প্রথম পুরুষ শেখ এবরাহিম। শেখ এবরাহিম মোগল আমলে চন্দ্রদ্বীপে ভূসম্পত্তি লাভ করে গাভা গ্রামে বসতি স্থাপন করেন। গাভার শেখ পরিবার আঠারো শতকের শেষভাগে সমাজে প্রভাবশালী পরিবার বলে সর্দার হিসেবে পরিচিত হন। গাভার শেখদের নিকট হতে ভূমি লাভ করে রামকৃষ্ণ ঘোষ দস্তিদার ছয় পুত্র নিয়ে গাভা গ্রামে বসতি স্থাপন করেন।


বংশলতিকা

শেখ এবরাহিমের পুত্র শেখ গরীব, তাঁর পুত্র শেখ পাঞ্জু, তাঁর পুত্র শেখ আজম, তাঁর পুত্র শেখ চান, তাঁর পুত্র শেখ ছুট, তাঁর পুত্র শেখ কাসাই, তাঁর পুত্র শেখ মফিজউদ্দিন, তাঁর পুত্র শেখ মোবারক উদ্দিন এবং তাঁর পুত্র শেখ আজিজুল হক ও শেখ মুজিবল হক।


উপসংহার

এ বংশের শেখ মোহাম্মদ মজিবুল হক (প্রাক্তন সিএসপি) বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খ-)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০