ভাণ্ডারিয়া উপজেলা

Barisalpedia থেকে

১৯১২ সালে থানাটি তৈরি হয়। ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি ভা-ারিয়া। ১৫/৪/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

ভাণ্ডারিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মাওলানা মোহাম্মদ এমদাদ আলী (১৮৯১ - ১৯৬৯ সালের ৯ এপ্রিল) ছারছিনা আলীয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা; ভান্ডারিয়া গ্রাম ২. তফাজ্জল হোসেন মানিক মিয়া (১৯১১ - ৩১ মে ১৯৬৯), দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা; ভান্ডারিয়া গ্রাম। ৩. মনিরুজ্জামান রাজ (জুলাই ১৯৩৬ - ২৭ ডিসেম্বর ১৯৭৬ সাল): অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব; আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী শহীদ লে. ক. মোয়াজ্জেম হোসেনের কনিষ্ঠ ভ্রাতা; ভান্ডারিয়া গ্রাম।

ভিটাবাড়িয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আবদুল খালেক, বীরপ্রতীক (?? - ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা, গ্রাম: শিয়ালকাঠি। ২. রায়সাহেব ললিত কুমার বল (?? - ১৯৭১) প্রাদেশিক আইসভার সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা, গ্রাম: শিয়ালকাঠি।

গাজীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. শহীদ আবুল কাসেম, বীরবিক্রম (? - ১৯৭১ সালের ২১ নভেম্বর), শহীদ মুক্তিযোদ্ধা; রাধানগর তেওয়ারীপুর গ্রাম।

ভাণ্ডারিয়া উপজেলার ঐতিহাসিক ঘটনা

১. ভাণ্ডারিয়া-কাঠালিয়া দখল যুদ্ধ, ১৯৭১

ভাণ্ডারিয়া উপজেলার পুরাকীর্তি

১. ভেলাই শেখ মসজিদ ভা-ারিয়া

ভাণ্ডারিয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. এডভোকেট শ্রী ললিত কুমার বল, বিএবিএল, প্রাক্তন সংসদ সদস্য, শিয়ালকাটি; বরিশালের উকিল ছিলেন। ২. হরমুজ আলী হেতালিয়া। ৩. আলতাফ হোসেন গাজী, হেতালিয়া। ৪. হাবিবুর রহমান, জুনিয়া। ৫. মোসলেম আলী, জুনিয়া। ৬. আবেদ আলী সরদার, বোতলা। ৭. সৈয়দ লুৎফর রহমান, গাজীপুর। ৮. মন্টু, ভান্ডারিয়া।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।