ভাণ্ডারিয়া-কাঠালিয়া দখল যুদ্ধ, ১৯৭১

Barisalpedia থেকে

সুবেদার জলিলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কাঠালিয়া থানার অস্ত্র নেন। কমান্ডার আবদুল আজিজ তাঁর দল নিয়ে ভা-ারিয়া থানা আক্রমণ করেন এবং আনসার কমান্ডার আজাহার বিশ্বাস গ্রেনেড মেরে থানাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। তাঁরা থানার অস্ত্র নিয়ে নেন। সুবেদার জলিলের জন্ম ভা-ারিয়ার উত্তর শিয়ালকাঠি গ্রামে। তিনি কাঠালিয়া থানা ও ভা-ারিয়ার কমান্ডার ছিলেন। ভা-ারিয়ার মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন তাজুল ইসলাম, সুবেদার মেজর জলিল, আজাহার বিশ্বাস, এনায়েত হোসেন, সৈয়দ আলমগীর হোসেন, কাজী নূরুজ্জামান, রাজ্জাক সিকদার, নূর মোহাম্মদ, মোজাম্মেল হক, কায়সার আলী, সেলিম হোসেন এমএস আজিজুর রহামন প্রমুখ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।