ভাটিখানা জোড় মসজিদ, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৯, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বরিশাল শহরের উত্তরপ্রান্তে ভাটিখানায় শহর এলাকার একমাত..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল শহরের উত্তরপ্রান্তে ভাটিখানায় শহর এলাকার একমাত্র জোড় মসজিদটি অবস্থিত। জোড়-বাংলা ধরনের নির্মাণরীতিতে খুব কম মসজিদই পরিলক্ষিত হয়। এর নির্মাণকাল সঠিকভাবে জানা যায় না। প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতাদের নামও অজ্ঞাত। তবে জনশ্রুতি অনুসারে কয়েকশত বছর আগে খোয়াজ মল্লিক এবং মদন মল্লিক নামের ভ্রাতৃদ্বয় কর্তৃক এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। কিংবদন্তীমতে অত্যন্ত গরিব খোয়াজ মল্লিক এবং মদন মল্লিক ভ্রাতৃদ্বয় গুপ্তধন প্রাপ্তির মাধ্যমে প্রচুর ধন-সম্পদের মালিক হন। পরবর্তী সময়ে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে খোয়াজ এবং মদন মল্লিক এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের বর্তমান রূপটি আদি নয়, বরং সংস্কার-লব্ধ। তবে সংস্কারকালে এর স্থাপত্যরীতিতে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।