ব্রহ্মময়ী দেবী
Barisalpedia থেকে
সমাজসেবী দুর্গামোহন দাশের পত্নী। স্বামীর কর্মক্ষেত্র বরিশালে থাকতেন এবং স্বামীর সর্বপ্রকার কার্যে সাহায্য করতেন। স্বামীর সঙ্গে তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। দুর্গামোহনের বিধবা বিমাতার বিবাহে তাঁরও সক্রিয় সহযোগিতা ছিল। দ্বিপ্রহরে বয়স্কা মহিলাদের শিক্ষার জন্য ব্রাহ্মসমাজ কর্তৃক ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত স্কুলের দেখাশোনা করতেন। ১৮৬৮ খৃস্টাব্দে বরিশালে আনুষ্ঠানিকভাবে নারীশিক্ষার জন্য একটি বিদ্যালয় স্থাপিত হলে তিনি, সৌদামিনী দেবী, মনোরমা মজুমদার প্রমুখ মহিলারা এখানে শিক্ষালাভ করেন।
তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।