"ব্রহ্মবাদী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("‘ব্রহ্মবাদী’ বরিশালের প্রাচীন সার্থক ও দীর্ঘজীবী মাসিক..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০৬:২৫, ১৬ অক্টোবর ২০২০ তারিখের সংস্করণ

‘ব্রহ্মবাদী’ বরিশালের প্রাচীন সার্থক ও দীর্ঘজীবী মাসিক পত্রিকার একটি। ১৮৯৪ সালে রাজমোহন চট্টোপাধ্যায়ের ছোট ভাই অক্ষয়কুমার চট্টোপাধ্যায় ‘আদর্শ যন্ত্র’ প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য যে বরিশাল শহরের কালিবাড়ী রোডে ‘আদর্শ প্রেস’ নামে উল্লেখিত প্রতিষ্ঠানটি এখনও টিকে আছে। এ প্রেস থেকেই প্রথম জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশের সম্পাদনায় ও পরে আচার্য মনমোহন চক্রবর্তীর সম্পাদনায় প্রকাশিত হতো মাসিক ‘ব্রহ্মবাদী’। বরিশালের ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম মতের প্রচারক হিসেবে এই সাহিত্যপত্রটি দীর্ঘ চল্লিশ বছরেরও বেশী কাল ধরে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাটিতে আধ্যাত্ম্য বিষয়ক প্রবন্ধের সংখ্যাই ছিল বেশি। ধর্ম ব্যাখ্যা ও নীতি শিক্ষার পাশাপাশি সাহিত্যবোধ জাগ্রত করা ছিল পত্রিকাটির লক্ষ্য।

কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন আচার্য মনমোহন চক্রবর্তী। ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যায় থেকে বিংশ শতাব্দীর প্রথম পর্যায়ে বরিশালের প্রগতি আন্দোলনে ব্রাহ্ম সমাজ, ব্রহ্মবাদী পত্রিকা এবং জীবনানন্দ দাশের পরিবারের অবদান ছিল উল্লেখ করার মতো। সত্যানন্দ দাশের ধর্মবিষয়ক বহু নিবন্ধ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানাদিতে তাঁর প্রদত্ত ভাষণ ও উপাসনা বাক্যাবলীও ‘ব্রহ্মবাদী’-তে প্রকাশিত হয়েছে। জীবনানন্দ দাশের পিসি বরিশাল সদর বালিকা বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ¯েœহলতা দাশও এই পত্রিকায় নিয়মিত লিখতেন।

জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশ সে-কালের মহিলা কবিদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি ছিলেন ‘ব্রহ্মবাদী’র নিয়মিত কবিদের একজন। ‘ব্রহ্মবাদী’ পত্রিকায় তাঁর প্রচুর কবিতা ছাপা হয়। ‘ব্রহ্মবাদী’ পত্রিকায় ‘স্থানীয় সংবাদ ও প্রসঙ্গ’ নামে একটি নিয়মিত বিভাগ ছিল।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।