ব্রজসুন্দর মিত্র

Barisalpedia থেকে

ব্রজসুন্দর মিত্র বরিশালের ইতিহাস চর্চাকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐতেহিাসিক একজন। তাঁর জন্ম ঢাকা জেলার তেঁতুলঝরা গ্রামে। তিনি বরিশালের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। ব্রজসুন্দর মিত্র ও কুমুদকান্ত বসু ‘চন্দ্রদ্বীপ রাজবংশ’ গ্রন্থ রচনা করেন। খুব সম্ভব গ্রন্থটি ১৮৯১ খ্রিস্টাব্দের পূর্বে প্রকাশিত হয়েছে। গ্রন্থখানি দুষ্প্রাপ্য। চন্দ্রদ্বীপ রাজাদের কাহিনী গ্রন্থে আলোচিত হয়েছে। ব্রজসুন্দর মিত্র ঢাকা ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।