ব্রজমোহন দত্ত

Barisalpedia থেকে

ব্রজমোহন দত্ত [ঊনবিংশ শতাব্দী] অশ্বিনী কুমার দত্তের পিতা। ১৮৮৯ সালের ১৪ই জুন তারিখে ব্রজমোহন দত্তের নামে বরিশালে প্রতিষ্ঠিত হয়েছিলো বি,এম কলেজ [ব্রজমোহন কলেজ]। ব্রজমোহন দত্ত সম্পর্কে রোহিনীকুমার সেন লিখেছেন, ‘ব্রজমোহন দত্ত একজন স্বনামধন্য কৃতী পুরুষ ছিলেন। তাহারই যতেœ পটুয়াখালীতে প্রথমে সাবডিভিশন স্থাপিত হয় এবং এখানে তিনি মুনসেফ ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের কার্য করেন।’ ব্রজমোহন দত্ত দেহতত্ত্বের বিবরণ সম্বলিত একখানি গ্রন্থ রচনা করেন। গ্রন্থের নাম ‘মানব’। আমরা ‘মানবের’ কোন কপি দেখিনি।


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)