বোরহানউদ্দিন উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:২৩, ৩ মে ২০১৯ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৯১৫ সালের জে সি জ্যাকের গেজেটিয়ার থেকে দেখা যায় ভোলা মহকুমার ৪টি থানার একটি বোরহানউদ্দিন। অথচ বালাপিডিয়ায় আছে থানাটি গঠিত হয়েছে ১৯২৮ সালে। ২/৭/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।

পাক্ষিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. সৈয়দ আজিজুর রহমান (নওয়াব মিয়া) (১৯০১ - ১৯৫৬), একটানা তিন দশক বরিশাল জেলা বোর্ড এবং লোকাল বোর্ডের সদস্য; যুক্ত বাংলার আইনসভার সদস্য; এবং প্রাদেশিক চিফ হুইপ; গ্রাম: বাটামারা। ২. সৈয়দ মাহবুবুর রহমান (৭ জুন ১৯১০ - ১৯৯৭), বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সচিব; গ্রাম: বাটামারা।


বোরহানউদ্দিন উপজেলার খ্যাতিমান পরিবারসমূহ

১. গঙ্গাপুরের চৌধুরী পরিবার। ২. বাটামারার সৈয়দ পরিবার। ৩. কুতবার চৌধুরী পরিবার।

বোরহানউদ্দিন উপজেলার ঐতিহাসিক ঘটনা

১. দেউলার যুদ্ধ, ১৯৭১। ২. বোরহানউদ্দিন থানা দখল যুদ্ধ ১৮ অক্টোবর ও ২৯ অক্টোবর

বোরহানউদ্দীন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. ইবিআর ল্যান্স নায়েক তোফজ্জেল হোসেন, চকাচাষ; চট্টগ্রামে শহীদ। ২. ইবিআর মোহাম্মদ সাদেক, উত্তর বাটামারা; রাজশাহী যুদ্ধে শহীদ। ৩. ইবিআর আবুল কাসেম বাটামরা টনিরহাট যুদ্ধে শহীদ। ৪. ইদ্রিস, বড় মানিকা; টনিরহাট যুদ্ধে শহীদ। ৫. মোস্তাফিজুর রহমান, উত্তর বাটামারা; সৈয়দপুরে নিহত। ৬. সৈয়দ আহমেদ, বাটামারা। ৭. জেবল হক ফকির, জয়া। ৮. নান্নু মিয়া, কচিয়া। ৯. আবু আবদুল্লাহ, কচিয়া। ১০. মোতাহার আলী, কচিয়া। ১১. আজাহার বেপারী, বড় মানিকা। ১২. নুরুল হক, জয়া। ১৩. আবুল কাশেম, কুঞ্জেরহাট। ১৪. তাজুল ইসলাম, কচিয়া। ১৫. গোলাম রসুল, কচিয়া। ১৬. ইবিআর মোঃ ইয়াসিন, টবগী। ১৭. ইপিআর মোখলেসুর রহমান; কুমিল্লায় শহীদ। ১৮. নুরুল ইসলাম, গংগাপুর। ১৯. ইসলাম আলী সিকদার, গংগাপুর। ২০. নুরুল ইসরাম, রামকেশব। ২১. হাচন আলী, চরটিকিয়া। ২২. মল্লিকা খাতুন, চরগাজীপুর। ২৩. সৈয়দ আহম্মদ, পোস্ট মাস্টার, দালালপুর। ২৪. হাজী আসমত আলী, বড় মানিকা। ২৫. শামসুল হক, বাটামারা। ২৬. মজিবুল হক, পক্ষিয়া। ২৭. সুলতান আহম্মদ, হাসান নগর। ২৮. শামসুদ্দিন ঢালী, লক্ষ্মীপুর। ২৯. মোহাম্মদ হানিফ, লক্ষ্মীপুর। ৩০. রাজ্জাক, বড়মানিকা। ৩১. তোফাজ্জেল হক, বড়মানিকা। ৩২. ইদ্রিস, বড়মানিকা। ৩৩. নিতাইচন্দ্র দে, পক্ষিয়া। ৩৪. মোহাম্মদ ইউসুফ, কুতবা। ৩৫. মাহবুব আলম ছাত্র, বড়মানিকা।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।