"বৈদারাপুরের লবণচাষীদের বিদ্রোহ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("ঝালকাঠি থানার বৈদারাপুর গ্রামে অষ্টাদশ শতকের শেষ দিকে ঘ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:৫৬, ৩০ মার্চ ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

ঝালকাঠি থানার বৈদারাপুর গ্রামে অষ্টাদশ শতকের শেষ দিকে ঘটেছিল ইংরেজদের বিরুদ্ধে লবণচাষীদের এক কঠিন বিদ্রোহ।

প্রাচীনকালে থেকে বরিশালের জনগণ সমুদ্রজল ও লবণ মিশ্রিত মাটি রোদে শুকিয়ে লবণ তৈরি করত। লবণচাষ লাভজনক দেখে পলাশীর যুদ্ধের পর ইংরেজ বণিক ও কর্মচারীরা বিনা শুল্কে বরিশালে লবণ ব্যবসা শুরু করে। ঝালকাঠিতে ইংরেজ লবণ এজেন্ট বাস করত। ইংরেজ এজেন্ট দেশীয় কৃষকদের বিনা অনুমতিতে লবণ তৈরি বন্ধ করে দেয়। ঝালকাঠির বৈদারাপুর গ্রামে এক কৃষক পরিবার নিষেধ ভঙ্গ করে লবণ উৎপাদন করে। ফলে এক ইংরেজ কর্মচারী বৈদারাপুর গমন করে এবং অত্যাচার শুরু করে। এ সংবাদ শুনে কৃষকরা ইংরেজ সাহবেকে আক্রমণ করে এবং তাকে ধরে লবণের তাফালে ফেলে দিয়ে হত্যা করে। বাংলার বুকে সাধারণ কৃষকদের হাতে কোনো ইংরেজ সাহেব হত্যার এটিই সম্ভবত ছিল প্রথম ঘটনা।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।