বেল ইসলামিয়া ছাত্রাবাস, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৪৫, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("তৎকালীন পশ্চাৎপদ মুসলমানদের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ..." দিয়ে পাতা তৈরি)

তৎকালীন পশ্চাৎপদ মুসলমানদের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে গ্রামগঞ্জ থেকে বরিশাল শহরে আসা মুসলমান শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করার প্রয়াসে খান বাহাদুর হেমায়েত উদ্দীন তৎকালীন জেলা ম্যাজিষ্ট্রেট বিটসন বেল-এর সহায়তায় শহরের হেমায়েত উদ্দীন আহমেদ সড়কের দক্ষিণ পার্শ্বে নির্মাণ করেন এক বিশালাকার ছাত্রাবাস। জেলা ম্যাজিষ্ট্রেট বিটসন বেল-এর সহযোগিতার কারনে তার নামানুসারে সেই ছাত্রাবাসের নামকরন করা হয় বেল ইসলামিয়া ছাত্রাবাস।




তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।