বৃন্দাবন চন্দ্র পুততুণ্ড

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৫৬, ২৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("শ্রী বৃন্দাবন চন্দ্র পুততুণ্ড ১৮৭৫ সালে ঝালকাঠি থানার হ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

শ্রী বৃন্দাবন চন্দ্র পুততুণ্ড ১৮৭৫ সালে ঝালকাঠি থানার হোসেনপুরে জন্মগ্রহণ করেন। পিতার নাম গুরুদাশ পুততুণ্ড। তিনি বরিশাল কোর্টের মোক্তার ছিলেন। তিনি বরিশালের ইতিহাস নিয়ে চর্চা করতেন। তাঁর লেখা ‘চন্দ্রদ্বীপের ইতিহাস’ ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। ১৯৪৭ খ্রিষ্টাব্দে তিনি বরিশাল ত্যাগ করে কলকাতার বেহালায় বসতি স্থাপন করেন। তিনি ১৩৬৯ সালের ৫ জ্যৈষ্ঠ মোতাবেক ১৯৬২ সালের ১৯ মে মৃত্যুবরণ করেন। ‘চন্দ্রদ্বীপের ইতিহাস’ গ্রন্থে তিনি বরিশাল জেলা সম্পর্কে অনেক নতুন তথ্য সংযোজন করেছেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।