বুজুর্গ উমেদ খা

Barisalpedia থেকে

বুজুর্গ উমেদ খা ছিলেন বাংলার সুবেদার শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র। বাকলা-চন্দ্রদ্বীপ থেকে মগ-পর্তুগিজ বিতাড়নে তার অবদান অপরিসীম। বরিশালের এককালীন পরগণা বুজুর্গ উমেদপুরের নামের মূলেও রয়েছেন বুজুর্গ উমেদ খা।

শায়েস্তা খান রাজা রামচন্দ্র বসু, কীর্তি নারায়ণ, সংগ্রাম শাহ ও চাঁদ রায়ের নেতৃত্বে বাকলা-চন্দ্রদ্বীপে শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। শায়েস্তা খান নৌ সেনাপতি ইবনে হোসেনকে ১৬৬৫ খৃস্টাব্দে উত্তর শাহবাজপুরে প্রেরণ করেন। রাজা রামচন্দ্র বসু, কীর্তি নারায়ণ, সংগ্রাম শাহ, চাঁদ রায় ও নৌ সেনাপতি ইবনে হোসেনের পুরো বাহিনীর প্রধান ছিলেন শায়েস্তা খার জ্যেষ্ঠ পুত্র বুজুর্গ উমেদ খা। এই বাহিনী ১৬৬৬ খৃস্টাব্দের ২৬ জানুয়ারি চট্টগ্রাম দখল করেন।

মগদের সাথে যুদ্ধ জয় এবং সন্দ্বীপ ও চট্টগ্রাম দখলের খবরে আওরঙ্গজেব অত্যন্ত খুশি হন। খুশি হয়ে তিনি বুজুর্গ উমেদ খানকে চন্দ্রদ্বীপের একটি পরগণা দান করেন। সেই পরগণার নাম হয় বুজুর্গ উমেদপুর। বাকেরগঞ্জ, পটুয়াখালি, বেতাগী, মির্জাগঞ্জ প্রভৃতি অঞ্চল বুজুর্গ উমেদপুর পরগণার অন্তর্গত ছিল। বুজুর্গ উমেদ খা বাকেরগঞ্জের যে স্থানে থাকতেন সেখানে সেনাবাহিনীর গোলাবারুদ রাখা হতো বলে গ্রামটির নাম হয়ে যায় গোলাবাড়ি (গ্রামটি বর্তমানে নেই)। বুজুর্গ উমেদ খার বিষয়ে কিছু অভিযোগ কর্ণগোচর হলে শায়েস্তা খান তাকে ঢাকায় ফেরত নেন।

পরবর্তীতে বুজুর্গ উমেদপুর পরগণার নামানুযায়ী বরিশালে একটি জেলার আদি নামকরণও হয়েছিল বুজুর্গ উমেদপুর। বাকেরগঞ্জের সহকারী কালেক্টর ও সুন্দরবন কমিশনার মিঃ লজের ১৭৮৬ খ্রিস্টাব্দের ১২ আগষ্টের এক পত্রে দেখা যায় চন্দ্রদ্বীপ, সেলিমাবাদ, ফাজরাবাদ, সৈয়দপুর, আওরঙ্গপুর এবং আজিমপুর পরগণা নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠিত ছিল। কিন্তু বুজুর্গ উমেদপুর জেলা কখন গঠন করা হয় তার কোন সঠিক তথ্য নেই। রাজস্ব আদায়ের জন্য সারা বাংলাদেশকে ১৭৮১ খ্রিঃ ৩৫টি জেলায় ভাগ করা হয়। খুব সম্ভব এ সময় বর্তমান বাকেরগঞ্জ-পটুয়াখালী নিয়ে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয়। পুরনো কাগজপত্রে বুজুর্গ উমেদপুর ও বারৈকরণ জেলার উল্লেখ আছে। বুজুর্গ উমেদপুরের দপ্তর ছিল বারৈকরণে। তাই অনেক সময় ভুলে বারৈকরণকে জেলা বলা হতো। বুজুর্গ উমেদপুর আদিতে জেলা ছিল না। বাকেরগঞ্জ ঢাকা থেকে দূরে। তাই রাজস্ব আদায়ের জন্য ১৭৮১ খ্রিস্টাব্দে বুজুর্গ উমেদপুর জেলা গঠন করা হয়। ১৭৮৭ খ্রিঃ জেলার সংখ্যা কমিয়ে ২৩টি জেলা করা হয় এবং বুজুর্গ উমেদপুর জেলাকে ঢাকা কালেক্টরের অন্তর্ভূক্ত করা হয়। মিঃ লজ বুজুর্গ উমেদপুর জেলার কালেক্টর ছিলেন। প্রকৃতপক্ষে তিনি সহকারী কালেক্টর ছিলেন। ঢাকার কালেক্টর মিঃ ডে বুজুর্গ উমেদপুর বা বাকেরগঞ্জের কালেক্টর ছিলেন। ১৭৮৭ খ্রিঃ বুজুর্গ উমেদপুর জেলা বিলুপ্ত ঘোষণা করা হলেও সহকারী কালেক্টরের পদ উঠিয়ে দেয়া হয়নি।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)