বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৪৮, ১৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("সাহিত্যিক ও গ্রন্থাগারিক বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

সাহিত্যিক ও গ্রন্থাগারিক বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়ের (২৩.৫.১৯১৭ - ১৩.১২.১৯৮৭) আদি নিবাস বরিশালের ভোলা জেলায়। পিতা বাঁকুড়া ক্রিশ্চান কলেজের খ্যাতনামা অধ্যাপক জিতেন্দ্রনাথ।

বাঁকুড়ায় শিক্ষাজীবন কেটেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। কিছুদিন পিতার কলেজে অধ্যাপনা করে ১৯৪২-৪৩ খ্রিস্টাব্দে চাকরির সূত্রে তিনি শান্তিনিকেতন চলে যান। প্রথম কাজ করতেন সেখানের চীনা ভবনে। পরে শান্তিনিকেতনের লাইব্রেরিতে যোগ দেন। বিশ্বভারতীয় কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ছিলেন। রচিত গ্রন্থ: কাব্য- ‘মনঝাউ’, ‘সীমান্ত শিবির’, ‘সাবেরি’, ‘মৃদঙ্গে মীড়’; গল্পগ্রন্থ- ‘আলোছায়া জানালায়’, ‘সূর্যি মামার দেশের গল্প’; অনুবাদ- ‘চীনা প্রেমের গল্প’, ‘আধুনিক চীন’; প্রবন্ধ- ‘গ্রন্থাগার বিদ্যা’, ‘গ্রন্থ ও গ্রন্থাগার’ প্রভৃতি। স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের সহযোগে লিখেছেন ‘রবন্দ্রি সংগীতের ভূমিকা’, ‘রবীন্দ্র সংগীতের নানাদিক’, ‘রবীন্দ্রসংগীত: কাব্য ও সুর’ প্রভৃতি। দীর্ঘদিন ‘উদীচী’ পত্রিকার সম্পাদক ছিলেন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান