বীরসিংহ নারায়ণ, রাজা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০০, ৮ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে ("রাজা নৃসিংহ নারায়ণের মৃত্যুর পর বীরসিংহ নারায়ণ চন্দ্র..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

রাজা নৃসিংহ নারায়ণের মৃত্যুর পর বীরসিংহ নারায়ণ চন্দ্রদ্বীপের রাজা, মূলত চন্দ্রদ্বীপ পরগণার সামান্য তালুকদার হন। অবশ্য তিনি বড় রাজা নামে খ্যাত ছিলেন। ছোট রানীর পুত্র দেবেন্দ্র নারায়ণকে ছোট রাজা বলা হতো। বীরসিংহ নারায়ণ নানাবিধ গুণের অধিকারী ছিলেন। তবে তিনি স্ত্রী বিয়োগের পর পূজা ও ধর্মগ্রন্থ নিয়ে সময় অতিবাহিত করতেন। তার পুত্র যোগেন্দ্র নারায়ণ শিক্ষিত ও বিনয়ী ছিলেন। ছোট লাট চার্লস ইলিয়ট (১৮৯০-৯৫) যোগেন্দ্র নারায়ণকে সাবরেজিষ্ট্রার পদে নিয়োগ করেছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।