বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:১৪, ১২ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("লেখক ও মহামহোপাধ্যায়। জন্ম ৬ মাঘ ১২৭৮ বঙ্গাব্দ। মৃত্যু..." দিয়ে পাতা তৈরি)

লেখক ও মহামহোপাধ্যায়। জন্ম ৬ মাঘ ১২৭৮ বঙ্গাব্দ। মৃত্যু ২০ মাঘ ১৩২১ বঙ্গাব্দ। জন্মস্থান বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া গ্রাম। পিতা নৈয়ায়িক প-িত দুর্গাচরণ ন্যায়রত্ন।

শিক্ষা শুরু পিতার চতুষ্পাঠীতে। পরবর্তীতে ভট্টপল্লির রাখালদাস ন্যায়রত্ন এবং কাশীর মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণের নিকট। শিক্ষাশেষে স্বগৃহে পিতার চতুষ্পাঠীতে অধ্যাপনা করতে থাকেন। এরপর বিভিন্ন সময়ে নবদ্বীপ চৈতন্য চতুষ্পাঠীতে ও বর্ধমান বিজয় চতুষ্পাঠীতে অধ্যাপনা করেন। কলসকাঠি গ্রামের জমিদার দুর্গাপ্রসন্ন রায়চৌধুরীর ‘তুলাপুরুষ দান’ উপলক্ষ্যে অনুষ্ঠিত পা-িত্য বিচার-সভায় তিনি কাশীধাম থেকে আগত বিখ্যাত প-িত বিশ্বনাথ ঝাঁকে বিচারে পরাজিত করেন। ক্রমে তিনি বর্ধমানরাজ বিজয়চাঁদ মহতাব প্রতিষ্ঠিত ‘বিদ্বৎসমাজ’ সভার সম্পাদক হন ও মহারাজের প্রকাশিত মহাভারত-সেরেস্তার কার্যভার গ্রহণ করেন। ‘চন্দ্রদূতম’ এবং ‘ভারতীয় দর্শন সমাজ ও বেদান্তের আবশ্যকতা’ নামক গ্রন্থ দু-খানি তাঁরই রচনা। ১৯১১ খৃস্টাব্দে ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা সাহিত্য সংসদ। ২০১৩।