বিশ্বাস বাড়ি মসজিদ, পটুয়াখালি সদর

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৪৪, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বরিশাল পটুয়াখালী সড়কের পটুয়াখালী বিমানবন্দর সংলগ্ন..." দিয়ে পাতা তৈরি)

বরিশাল পটুয়াখালী সড়কের পটুয়াখালী বিমানবন্দর সংলগ্ন রাস্তার বেশ কয়েক কিলোমিটার পশ্চিমে কাছিচিরা গ্রামে প্রাচীন একটি মসজিদ এবং তৎসংলগ্ন একটি ধর্মীয় খানকার অবস্থান রয়েছে। ঐতিহাসিক গুরুত্ব ব্যতিরেকেও স্থাপত্যিক বৈশিষ্ট্যের কারনে এই স্থাপনাদ্বয় বৃহত্তর বরিশালের প্রাচীন নিদর্শনসমূহের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছে। প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতাদের নাম পরিচয় বা নির্মানকাল সঠিকভাবে নির্ণিত না হলেও এই অঞ্চলের প্রাচীন অন্যান্য দু‘একটি মসজিদের সঙ্গে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদটির স্থাপত্যিক সাদৃশ্য থাকার কারণে কাছিচিরা মসজিদের নির্মাণকাল অষ্টাদশ শতকের শেষের দিকের বলে অনুমান করা হয়। খানকাটির চর্তুপার্শ্বে দরজা রয়েছে। এই আয়তাকার কক্ষের মধ্যবর্তী স্থানে আর একটি বর্গাকৃতির দরজা বিশিষ্ট কক্ষ পরিদৃষ্ট হয়। এই কক্ষটি সম্ভবতঃ হুজরাখানা হিসেবে ব্যবহৃত হতো। ধারনা করা হয় হুজরাখানার চতুষ্পার্শ্বের অংশ অর্থাৎ বারান্দা বা দর্শনার্থীদের জন্য ব্যবহৃত হতো।



তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।