বিশ্ববন্ধু

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০০:২৪, ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯১৯ সালে বিধুভূষন সরকারের সম্পদানায় প্রকাশিত হয় মাসি..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯১৯ সালে বিধুভূষন সরকারের সম্পদানায় প্রকাশিত হয় মাসিক ‘বিশ্ববন্ধু’। প্রথমে ঢাকায় ছাপা হতো। পরে আষাঢ় সংখ্যা থেকে কমলা প্রেস, বরিশাল থেকে শ্রী আব্দুল হামিদ ভূঞা কর্তৃক মুদ্রিত হয়। প্রতি সংখ্যার দাম ছিল চার আনা। বার্ষিক মূল্য তিন টাকা। সাহিত্য এবং বৈষ্ণব আধ্যাত্মিকতামন্ডিত প্রবন্ধাদি এতে ছাপা হতো। বাসন্ডার শ্রী গৌারাঙ্গ সভা থেকে পত্রিকাটি প্রকাশ করতেন শ্রী নগেন্দ্রনাথ সেন। চৈত্র ও বৈশাখ ৪৩৪ গৌরাব্দে পত্রিকাটি পথম প্রকাশিত হয়। এর কভার পৃষ্ঠা ছাপা হতো রঙ্গিন কাগজে। ভেতরে সাদা কাগজ। ছাপার মান ভাল।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।