বিলবিলাসের কাজী পরিবার

Barisalpedia থেকে

বাউফলের বিলবিলাসের কাজী পরিবার শেরে বাংলা এ.কে. ফজলুল হকের পূর্বপুরুষ হিসেবে বিখ্যাত।


পূর্বপুরুষের ইতিহাস

এ. কে. ফজলুল হকের পূর্বপুরুষ নবাবী আমলে বাউফলের কাজী ছিলেন এবং তারা নিষ্কর ভূমি ভোগ করতেন। তার পিতামহ কাজী মুহাম্মদ আকরম ও পিতা মুহাম্মদ ওয়াজেদ চন্দ্রদ্বীপ পরগণায় জমিদারী ও তালুকের মালিক ছিলেন। শেরে বাংলা এ কে ফজলুল হকের পূর্বপুরুষ কাজী মুহাম্মদ মুর্তজা বাউফল থানার বিলবিলাসের অধিবাসী। মুহাম্মদ মুর্তজার পুত্র কাজী মুহাম্মদ আমিন চাখারের শরীফ বাড়ির সৈয়দ ফজর আলীর কন্যা ফাতেমা খাতুনকে বিয়ে করেন। কাজী মুহম্মদ আমিনের পুত্র কাজী মুহাম্মদ আকরম ১৮১০ খৃৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি চাখারের এমদাদ আলীর কন্যা জিন্নাতুন্নেসাকে বিয়ে করে চাখারে বসবাস শুরু করেন।


বংশ লতিকা

কাজী মুহাম্মদ মুর্তজার পুত্র কাজী মুহাম্মদ আমিন, তার পুত্র কাজী মুহাম্মদ আকরম, তার দুই পুত্র কাজী মুহাম্মদ ওয়াজেদ ও আবদুল কাদের; কাজী মুহাম্মদ ওয়াজেদের পুত্র এ.কে. ফজলুলক হক এবং কন্যা বদরুন্নেসা ও আফজালুন্নেসা; এ.কে. ফজলুলক হকের দুই কন্যা নাফিসি বিবি ও রইসি বিবি এবং এক পুত্র ফায়জুল হক; নাফিসি বিবির কন্যা কন্যা রাজিয়া বানু; ফায়জুল হকের পুত্র ফাইয়াজুল হক।


ব্যক্তি ও কীর্তি

কাজী মুহাম্মদ আকরম বরিশালে মোক্তারী এবং শহরে স্থায়ীভাবে বাস করতেন। তিনি ১৯০০ খৃৃস্টাব্দে মৃত্যুবরণ করেন। ১৮৪৩ খৃৃস্টাব্দে তার পুত্র মুহাম্মদ ওয়াজেদ জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল বারের প্রখ্যাত উকিল ছিলেন। ১৮৭৭ খৃৃস্টাব্দে তিনি বরিশাল শহরে আগরপুর রোডে ফ্লোরা হাউজ নির্মাণ করেন এবং শহরেই স্থায়ীভাবে বাস করতেন। তিনি ১৯০১ খৃৃস্টাব্দে ১ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মুহাম্মদ ওয়াজেদ সাতুরিয়ার মৌলভী আহম্মদ আলীর কন্যা সৈয়দুননেসাকে বিয়ে করেন। তার এক পুত্র এ.কে. ফজলুল হক এবং দুই কন্যা বেগম বদরুন্নেসা ও আফজালুন্নেসা।

বদরুন্নেসাকে বিয়ে করেন ঢাকার বৈয়ম মিয়া। তাদের পুত্র ওয়াজির আলী ও ইউসুফ আলী এবং কন্যা সারা বিবি। বোন আফজালুন্নেসার বিয়ে হয় মুর্শিদাবাদের সৈয়দ আবদুস সালেকের সাথে। তাদের পুত্র বিচারপতি এস এম মোরশেদ, মঞ্জুর মোরশেদ ও মকবুল মোরশেদ।৩৭

এ.কে.ফজলুল হকের ৫ ফুফু ছিলেন। ২ ফুফুর বিয়ে হয় চাখারের গোতারের বাড়ি। এক ফুফুর বিয়ে হয় গোলাবাড়ি। এক ফুফুর বিয়ে হয় শরীফ বাড়ি এবং আর এক ফুফুর বিয়ে হয় সোনাবাড়িয়া।

এ.কে. ফজলুল হকের দুই কন্যা নাফিসি বিবি ও রইসি বিবি এবং একমাত্র পুত্র ফায়জুল হক। তার ভাগ্নে ওয়াজির আলীর সঙ্গে বিয়ে হয় নাফিসি বিবির। তাদের কন্যা রাজিয়া বানু ১৯৫৪ খৃৃস্টাব্দে এমপিএ এবং ১৯৭০ খৃৃস্টাব্দে আওয়ামী লীগের এমএনএ ছিলেন। এ.কে. ফজলুল হকের মেয়ের ঘরের নাতনি রাজিয়া বানুর স্বামী ভোলার সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ সরকারের পার্লামেন্ট বিভাগের সচিব ছিলেন। এ.কে. ফজলুল হকের একমাত্র পুত্র ফায়জুল হক ১৯৭০ খৃৃস্টাব্দে আওয়ামী লীগের এমএনএ ছিলেন। তার পুত্র ফাইয়াজুল হক।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।