বিবিচিনি মসজিদ, বেতাগী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৪৮, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বেতাগীর নিয়ামতি গ্রামে একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। বৃহত্তর বরিশাল অঞ্চলে মোগল আমলে ইসলাম ধর্ম প্রচারকদের অন্যতম এবং নিয়ামতি গ্রামের প্রতিষ্ঠাতা বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক শাহ নিয়ামতের বোন বিবি চিনি এই মসজিদের প্রতিষ্ঠা করেন বলে কথিত। অনেকের ধারণা অনুসারে মোগল আমলের শেষদিকে অর্থাৎ মগ ও পর্তুগীজ জলদস্যুদের দমনের উদ্দেশ্যে শাহ সুজা যে সময়কালে ঝালকাঠীসহ এই অঞ্চলের বিভিন্ন এলাকায় দুর্গ স্থাপন করেন, তখন বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক শাহ নিয়ামতের অনুরোধে তিনি একটি মসজিদ নির্মান করেন, যা কালক্রমে নিয়ামত শাহের বোন বিবি চিনির নামানুসারে খ্যাত হয়। এছাড়া মসজিদ সংলগ্ন গ্রাম শাহ নিয়ামতের নামানুসারে নিয়ামতি নামে পরিচিত হতে থাকে । কৃত্রিম মাটির উঁচু ঢিবির উপরে নির্মিত এই মসজিদটির নির্মাণরীতি পর্যবেক্ষণে স্থাপনাটিকে মোগল আমলে তৈরি বলেই মনে করা হয়। শাহী মসজিদ নামকরণ করা বিবিচিনির এই মসজিদটি মোগল বাদশাহদের আনুকুল্যে তৈরি হওয়ার প্রতি ইঙ্গিত প্রদান করে থাকে। বিবিচিনি মসজিদের পার্শ্বে তিনটি কবর পরিলক্ষিত হয়। স্থানীয়দের ধারণা অনুসারে, শাহ নিয়ামত এবং তার ভগিণীদ্বয় এই কবরে সমাহিত। দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচারে উল্লেখযোগ্য ভুমিকা রাখার কারণে বিবিচিনি শাহী মসজিদ ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে।


Bibicini.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।