বিনোদিনী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৫, ৭ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("‘বিনোদিনী’ বরিশালের প্রাচীন পত্রিকাগুলোর একটি। এটি একট..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

‘বিনোদিনী’ বরিশালের প্রাচীন পত্রিকাগুলোর একটি। এটি একটি মাসিক পত্রিকা ছিল। ১৮৭৫ সনে বরিশালের বুঢ়ার গ্রাম থেকে নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় মাসিক ‘বিনোদিনী’ প্রকাশিত হয়। গ্রামটির নাম বুঢ়ার লিখিত হয়েছে তপংকর চক্রবর্তীর বইয়ে। তবে বরিশালে এই নামে কোনো গ্রাম পাওয়া যায় না। বর্তমান আগৈলঝাড়া উপজেলায় গৈলা ইউনিয়নে ‘বুধার’ নামে একটি গ্রাম রয়েছে। অনুমিত হয় বুধার গ্রামটি ইংরেজি বানান থেকে বাংলায় রূপান্তরিত হওয়ায় সেটি ‘বুঢ়ার’ বানানে লিখিত হয়েছে। তাই বলা যায় পত্রিকাটি বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বুধার গ্রাম থেকে বের হতো।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।