"বিজয় গুপ্তের মনসা মন্দির, আগৈলঝাড়া"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("আগৈলঝাড়ার অদূরে আলাউদ্দীন হোসেন শাহ এবং কবি বিজয় গুপ্..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
 
আগৈলঝাড়ার অদূরে আলাউদ্দীন হোসেন শাহ এবং কবি  বিজয় গুপ্তের স্মৃতি বিজড়িত মনসা মন্দিরের অবস্থান। বিজয় গুপ্তের প্রাচীন সেই মন্দির পুনঃনির্মিত হওয়ার পর মন্দির সংলগ্ন বিশাল দীঘি ব্যতীত কোনো  স্থাপত্য বা প্রাচীনত্বের নিদর্শন পাওয়া না। বর্তমানে সংস্কারকৃত মন্দির গাত্রের একদিকে কবি পরিচিতি এবং তৎকালীন সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আনুকুল্যের কথা এবং পিতলের তৈরি মনসা মূর্তি পরিদৃষ্ট। এছাড়াও কবির পিতা-মাতার নাম এবং বসতবাড়ির অবস্থান লিখিত রয়েছে । অন্যদিকে মনসামঙ্গল কাব্যের কয়েকটি পংক্তিও  খোদাই করা আছে।  
 
আগৈলঝাড়ার অদূরে আলাউদ্দীন হোসেন শাহ এবং কবি  বিজয় গুপ্তের স্মৃতি বিজড়িত মনসা মন্দিরের অবস্থান। বিজয় গুপ্তের প্রাচীন সেই মন্দির পুনঃনির্মিত হওয়ার পর মন্দির সংলগ্ন বিশাল দীঘি ব্যতীত কোনো  স্থাপত্য বা প্রাচীনত্বের নিদর্শন পাওয়া না। বর্তমানে সংস্কারকৃত মন্দির গাত্রের একদিকে কবি পরিচিতি এবং তৎকালীন সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আনুকুল্যের কথা এবং পিতলের তৈরি মনসা মূর্তি পরিদৃষ্ট। এছাড়াও কবির পিতা-মাতার নাম এবং বসতবাড়ির অবস্থান লিখিত রয়েছে । অন্যদিকে মনসামঙ্গল কাব্যের কয়েকটি পংক্তিও  খোদাই করা আছে।  
 
   
 
   
বজিয় গুপ্তরে মনসা মন্দরি, আগলৈঝাড়া
+
[[চিত্র:Bijoygupta.jpg]]
  
 
----
 
----
 
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।
 
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।

১৩:৩৮, ২৩ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

আগৈলঝাড়ার অদূরে আলাউদ্দীন হোসেন শাহ এবং কবি বিজয় গুপ্তের স্মৃতি বিজড়িত মনসা মন্দিরের অবস্থান। বিজয় গুপ্তের প্রাচীন সেই মন্দির পুনঃনির্মিত হওয়ার পর মন্দির সংলগ্ন বিশাল দীঘি ব্যতীত কোনো স্থাপত্য বা প্রাচীনত্বের নিদর্শন পাওয়া না। বর্তমানে সংস্কারকৃত মন্দির গাত্রের একদিকে কবি পরিচিতি এবং তৎকালীন সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আনুকুল্যের কথা এবং পিতলের তৈরি মনসা মূর্তি পরিদৃষ্ট। এছাড়াও কবির পিতা-মাতার নাম এবং বসতবাড়ির অবস্থান লিখিত রয়েছে । অন্যদিকে মনসামঙ্গল কাব্যের কয়েকটি পংক্তিও খোদাই করা আছে।

Bijoygupta.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।