"বিকাশ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("‘বিকাশ’ উনবিংশ শতকের শেষ দশকের শেষ দিকে প্রকাশিত বরিশাল..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৯:১৯, ১৬ অক্টোবর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

‘বিকাশ’ উনবিংশ শতকের শেষ দশকের শেষ দিকে প্রকাশিত বরিশালের একখানা সাপ্তাহিক পত্রিকা। অশি^নীকুমার দত্ত স্বর্গীয় প্যারীলাল রায়, শ্রী হরনাথ ঘোষ, ব্যারিষ্টার শ্রীনলিনীভূষণ গুপ্ত, শ্রীনিবারণচন্দ্র দাশগুপ্ত (রায়বাহাদুর) প্রমুখ বন্ধুদের সাথে পরামর্শ করে এই সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশ করেন। পত্রিকাটি কিছুকাল অন্যের ছাপাখানায় মুদ্রিত হতে বলে নিয়মিত প্রকাশিত হতো না। এই সমস্যা দূরীভূত করার জন্য অশি^নীকুমার দত্ত জমিদার শ্রী অবিনাশচন্দ্র গুহ এবং উপেন্দ্রনাথ সেন এর সহায়তায় তিনজনে তিন হাজার টাকা ব্যয় করে ১৯০০ সালে (সুরেশ চন্দ্রগুপ্তের মতে ১৩০৮ সন) ‘ন্যাশনাল মেশিন প্রেস’ নামে একটি সুবৃহৎ ডবল ডিমাই মুদ্রণযন্ত্র ক্রয় করেন। কাঁচাবালিয়া নিবাসী শ্রী প্রিয়নাথ গুহ’র সাথে পরিচয়ের পর তিনি ‘বিকাশ’ পত্রিকার সম্পাদনার ভার শ্রী প্রিয়নাথ গুহকে অর্পণ করেন। পত্রিকাটি তিন বছর নিয়মিত চলার পর বন্ধ হয়ে যায়। স্বদেশী আন্দোলনের প্রাক্কালে পত্রিাকাটি পুনরায় কিছুদিন প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাটি অশি^নীকুমার ও বরিশালের মুখপত্র হিসেবে বেশ নৈপুণ্যের সাথে পরিচালিত হতো। মফস্বলের কোথাও এ রকম সুপরিচালিত ও সুবৃহৎ সাপ্তাহিক সংবাদপত্র ছিল না।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।