বালিয়ার তালুকদার পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:২৭, ২৩ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("ভোলা সদর থানাধীন বালিয়া গ্রামের তালুকদার পরিবার ভোলার..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

ভোলা সদর থানাধীন বালিয়া গ্রামের তালুকদার পরিবার ভোলার বিশিষ্ট পরিবারগুলোর অন্যতম।


তালুকদার হিসেবে প্রতিষ্ঠা

এ পরিবারের পূর্ব পুরুষ মুঙ্গা খাঁ ১৮ শতকে আফগানিস্তানের গরমশির থেকে এসে বরিশাল থানার সালুকায় বসতি স্থাপন করেন। খুব সম্ভব তাঁর পুত্র শেখ মোহাম্মদ মোগলদের রাজস্ব কর্মকর্তা ছিলেন। তাই তাদের উপাধি সিকদার হয়েছে। ভোলার গজারিয়া ও ভোলা সদর থানাধীন বালিয়ায় খারিজা তালুক লাভ করে এ পরিবার সালুকা ত্যাগ করে বালিয়ায় বসতি স্থাপন করে। তাদের বাড়িতে উনিশ শতকের প্রাচীন ভবন আছে।


বংশ তালিকা

মুঙ্গা খাঁর পুত্র শেখ মোহাম্মদ সিকদার, তাঁর পুত্র শুকুর মোহাম্মদ সিকদার, তাঁর পুত্র শেখ দুবিল খাঁ, তাঁর পুত্র শেখ বাখর সিকদার, তাঁর পুত্র আরব আলী সিকদার, তাঁর পুত্র আবদুর রহমান তালুকদার তাঁর দুই পুত্র ফজলুর রহমান তালুকদার ও বজলুর রহমান তালুকদার; ফজলুর রহমান তালুকদারের এক পুত্র সিদ্দিকুর রহমান; বজলুর রহমান তালুকদারের দুই পুত্র ডঃ আজিজুর রহমান ও নাজিউর রহমান মঞ্জু


কৃতী সন্তান

এ পরিবারের ড. আজিজুর রহমান একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তদীয় ভ্রাতা নাজিউর রহমান মঞ্জু বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।