বালিয়াতলীর প্যাগোডা, আমতলী, বরগুনা

Barisalpedia থেকে

অষ্টাদশ শতকের শেষের দিকে রাজনৈতিক কারণে অর্থাৎ বর্মিদের সঙ্গে যুদ্ধে পরাজয় বরণ করার পর প্রাণ রক্ষার্থে আরাকান অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের এক বিশাল অংশ বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। তাদেরই অংশ বিশেষ, বরিশালের উপকুলীয় অঞ্চলে বসতি স্থাপন করে। সতেরশ পঁচাশি সালে পরাজিত রাখাইনদের কতিপয় সেনাধ্যক্ষ তাদের বেশ কিছু অনুগামীসহ বরগুনা জেলার সাগর সংলগ্ন বালিয়াতলি অঞ্চলে আগমন করে এবং বসতি স্থাপন করে। আরাকান থেকে আগত এই সম্প্রদায় তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার এবং ঐতিহ্য হিসেবে এই অঞ্চলে একটি প্যাগোডা বা বৌদ্ধ ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করে। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত বালিয়াতলির রাখাইন সম্প্রদায় প্রতিষ্ঠিত প্রাচীন সেই বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়টি এই অঞ্চলের ঐতিহাসিক নিদর্শণসমূহের মধ্যে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যে চিহ্নিত ।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।