বালক
Barisalpedia থেকে
‘বালক’ ১৯০১ সালে প্রকাশিত বরিশালের একটি সাপ্তাহিক শিশু পত্রিকা। ১৯০১ সালে মতান্তরে ১৯০৩ সালে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সম্পাদনায় ‘বালক’ পত্রিকা আত্মপ্রকাশ করে। এটাই পূর্ব বাংলার প্রথম সাপ্তাহিক শিশু এবং অভিবক্ত বাংলার প্রথম মুসলমান সম্পাদিত সাপ্তাহিক শিশু পত্রিকা। এ প্রসঙ্গে আতোয়ার রহমান লিখেছেন যে, মফস্বল থেকে প্রকাশিত হলেও পত্রিকাখানির নাম এখানে দুটি কারণে বিশেষ ভাবে স্মরনীয়। প্রথমতঃ বালক বাংলাদেশের প্রথম ও একমাত্র শিশু পত্রিকা। দ্বিতীয়তঃ এদেশে মুসলিম সম্পাদিত শিশু পত্রিকাও সে-ই। এর সম্পাদনা করতেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। দুঃখের বিষয় বরিশাল শহর থেকে প্রকাশিত এই পত্রিকাখানির কোন কপি বা তার সম্পর্কিত কোন তথ্যই এখন আর পাওয়া যায় না।
তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।