বারৈকরন-কুলকাঠির জমিদার পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:২৩, ২৫ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("বারৈকরনের জমিদার পরিবার ছিল সেলিমাবাদের তপ্পে হাবেলীর অ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বারৈকরনের জমিদার পরিবার ছিল সেলিমাবাদের তপ্পে হাবেলীর অর্থাৎ বর্তমান ঝালকাঠি অঞ্চলের জমিদার।


জমিদারি প্রতিষ্ঠা

তপ্পে হাবেলী সেলিমাবাদ পরগণা হতে সৃষ্ট হয়েছিল। ১৭ শতকের শেষ ভাগে রামহরি গুপ্ত কবিরাজ নবাব পতœীর চিকিৎসা করে হাবেলী সেলিমাবাদ পরগণার জমিদারী লাভ করে নলছিটির দেউরী গ্রামে বাসস্থান প্রতিষ্ঠা করেন। রামহরির পুত্র যশশাচন্দ্র। তার পুত্র নরেন্দ্র নারায়ণ। রামকৃষ্ণ বিদ্যার্নব রাঢ় দেশ হতে এসে নরেন্দ্র নারায়ণ রায়ের শিবদা ও সারদা কন্যাদ্বয়ের পাণি গ্রহণ করেন। শিবদার গর্ভে গোপী বল্লভ, সারদার গর্ভে রাজীব লোচন, শ্রীরাম ও রামজীবন গোবিন্দ জন্মে। তন্মধ্যে গোপী বল্লভ বারৈকরণের জমিদারদের আদিপুরুষ।


বংশতালিকা

রামকৃষ্ণ বিদ্যার্নবের পুত্র চার পুত্রের একজন গোপী বল্লভ; গোপী বল্লবের দুই পুত্র শিবরাম ও জয়কৃষ্ণ; শিবরামের তিন পুত্র রাম শরণ, কৃষ্ণ জীবন ও জগন্নাথ; রাম শরনের পুত্র বানেশ্বর, তার পুত্র জয়চন্দ্র, তার পুত্র হরচন্দ্র, তার দুই পুত্র রমণকৃষ্ণ ও মোহন চন্দ্র; রমণকৃষ্ণের পুত্র কালীকান্ত, তার পুত্র অশি^নী; মোহন চন্দ্রের পুত্র শ্রীকান্ত, তার পুত্র সুরেন্দ্র, তার পুত্র সুশীল; শিবরামের তৃতীয় পুত্র জগন্নাথের দুই পুত্র রাজকৃষ্ণ ও কেবলকৃষ্ণ; রাজকৃষ্ণের পুত্র রামগতি, তার পুত্র কমলকৃষ্ণ, তার পুত্র রতœকৃষ্ণ, তার পুত্র চন্ডীচরণ, তার পুত্র যতীন্দ্র; কেবলকৃষ্ণের দুই পুত্র ব্রজকিশোর ও রাজকিশোর; ব্রজকিশোরের পুত্র পূর্ণচন্দ্র, তার পুত্র তারকনাথ, তার পুত্র নরেন্দ্র ও উপেন্দ্র; রাজ কিশোরের পুত্র অভয়চরণ, তার পুত্র চিন্তাহরণ। গোপীবল্লভের দ্বিতীয় পুত্র জয়কৃষ্ণের পুত্র রাজারাম, তার পুত্র দুর্লভ নারায়ণ, তার পুত্র শিবনারায়ণ, তার পুত্র কৃষ্ণমোহন, তার পুত্র তারণী মোহন, তার পুত্র ভুবন আনন্দ।


কীর্তিমানগণ

এ বংশের চণ্ডীচরণ বিএল, চিন্তাহরণ এমএ এবং ডা. আনন্দ মোহন এলএলএম বিশেষ সম্মানিত ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।