"বামনা উপজেলা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাখরগঞ্জ জেলা গেজেটিয়ার ১৯৮৪ মোতাবেক ১৯১৫ খৃস্টাব্দে প..." দিয়ে পাতা তৈরি)
 
(বামনা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ)
 
৭ নং লাইন: ৭ নং লাইন:
 
৩. সৈয়দ জিয়াউল হাসান (?),যুক্তফ্রন্টের সময় আইনসভার স্পীকার।
 
৩. সৈয়দ জিয়াউল হাসান (?),যুক্তফ্রন্টের সময় আইনসভার স্পীকার।
 
৪. সৈয়দ শামিম আহসান (?), বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব।
 
৪. সৈয়দ শামিম আহসান (?), বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব।
৫. সৈয়দ কামরুল আহসান (?),রাজনীতিবিদ ও সাহিত্যিক; হবিগঞ্জ হতে পাকিস্তান গণপরিষদের সদস্য। নির্বাচিত হয়েছিলেন।
+
৫. সৈয়দ কামরুল আহসান (?),রাজনীতিবিদ ও সাহিত্যিক; হবিগঞ্জ হতে পাকিস্তান গণপরিষদের সদস্য।
 
+
  
 
== বুকাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ==
 
== বুকাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ==

২১:৪৪, ২৭ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাখরগঞ্জ জেলা গেজেটিয়ার ১৯৮৪ মোতাবেক ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি বামনা। কিন্তু বাংলাপিডিয়ার তথ্যমতে থানাটি ১৯৬৮ সালে গঠিত। ১৯৮৩ সালে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

বামনা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. সফিজউদ্দিন জমাদার (উনবিংশ শতক), বামনা চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতা। ২. আসমত আলী সিকদার (১৯৩৯- ২০০১ সালের ৯ মে), রাজনীতিবিদ ও আইনজীবী; ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য; গ্রাম: কালিকাবাড়ি। ৩. সৈয়দ জিয়াউল হাসান (?),যুক্তফ্রন্টের সময় আইনসভার স্পীকার। ৪. সৈয়দ শামিম আহসান (?), বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব। ৫. সৈয়দ কামরুল আহসান (?),রাজনীতিবিদ ও সাহিত্যিক; হবিগঞ্জ হতে পাকিস্তান গণপরিষদের সদস্য।

বুকাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মীর ফজলে আলী (১৮৮৯ - ১৯৩৯), লেখক-গায়ক, সঙ্গীতজ্ঞ, সুরকার ও আইনজ্ঞ ঢাকা বিশ^বিদ্যালয়ের আইনের শিক্ষক । গ্রাম: চালিতাবুনিয়া।


বামনা উপজেলার সামন্ত পরিবারসমূহ

১. বামনার জমিদার চৌধুরী পরিবার, ২. চালিতাবুনিয়ার মির পরিবার।


বামনা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. আলমগীর হোসেন মোল্লা, বড় তালেশ্বর। ২. শরিফুল ইসলাম, পাশাখালী। ৩. রশিদ খাঁ, ছবিপুর। ৪. আবদুর রব, উত্তর-কাকচিরা। ৫. হজরত আলী, খুচনিচোরা। ৬. আজিজুর রহমান।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস। ২। বাংলাপিডিয়া।