বাবুগঞ্জ ডিগ্রি কলেজ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৫৬, ২২ মার্চ ২০২০ পর্যন্ত সংস্করণে ("বরিশাল জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে ১৯৮৩..." দিয়ে পাতা তৈরি)

বরিশাল জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে ১৯৮৩ সালের ৪ অক্টোবর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমানবন্দরের একটি ভবনে বাবুগঞ্জ কলেজ শুরু হয়। কিন্তু নিজস্ব ভবন না থাকায় কলেজটি বন্ধ হয়ে যায়। কলেজের অধ্যক্ষ এম এ মালেক ও সম্পাদক এডভোকেট আবদুল রশিদের এবং স্থানীয় জনগণের অনুরোধে সিরাজ উদ্দীন আহমেদ ১৯৮৩ সালের ৪ ডিসেম্বর কলেজ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৫ সালে বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে কলেজের ক্লাস শুরু হয়। ১৯৮৬ সালে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল ওহাব খানকে সভাপতি করে পরিচালনা কমিটি গঠন করা হয়। বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে সভাপতি করে ১৯৮৮ সালে কলেজের পরিচালনা কমিটি গঠন করা হয়। ১৯৯০ সালের ১৪ অক্টোবর যশোর শিক্ষা বোর্ড কলেজের একাডেমিক স্বীকৃতি প্রদান করে। কলেজের দাপ্তরিক কাজ পরিচালনায় প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও আরজিকালিকাপুর স্কুলের প্রধান শিক্ষক মতিয়ুর রহমান আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। বাবুগঞ্জ-উজিরপুর থেকে নির্বাচিত এমপি রাশেদ খান মেনন ১৯৯১-৯৫ সালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

বাবুগঞ্জ কলেজের ভূমি ক্রয় ও ভবন নির্মাণে যাঁদের অবদান

১. সিরাজ উদদীন আহমেদ ২. শহীদ মুক্তিযোদ্ধা আবদুল ওহাব খান ৩. শিল্পপতি এমএ কালাম ৪. মির্জা আহসানুল হাবীব ৫. গোলাম মাহবুব ৬. সানোয়ার হোসাইন ৭. এডভোকেট নূর মোহাম্মদ হাওলাদার ৮. শামসুদ্দিন আহমদ প্রতিষ্ঠাকালে দাতা সদস্য ছিলেন- শাহজাহান সিদ্দিক কাজী এমদাদুল হক দুলাল শাহরিয়ার আহমেদ শিল্পী মোঃ ফজলুল বারী খান সারওয়ার খান সাহেদা বেগম আবদুস সাত্তার ফকির বাবুগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতি প্রমুখ।

কলেজের প্রাণপুরুষ ছিলেন অধ্যক্ষ এমএ গনি খান। তিনি বাংলা ও ইংরেজি সাহিত্যে এমএ। ১৯৯৬ সালের ১৬ ডিসেম্বর বাবুগঞ্জ কলেজে ডিগ্রি উদ্বোধন হয়। সিরাজ উদ্দীন আহমেদের চেষ্টায় কলেজে ১৯৯৭-৯৮শিক্ষাবর্ষে বিএ, বিকম কোর্স শুরু হয় এবং কলেজে ভবন নির্মিত হয়। ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর তিনি কলেজের প্রথম দ্বিতল ভবনের ভিত্তি স্থাপন করেন এবং ২০০০ সালের ৮ এপ্রিল উক্ত ভবন উদ্বোধন করেন। বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষগণ নাম সময়কাল এম এ মালেক ০৪-১০-১৯৮৩ থেকে ১৫-০৪-১৯৮৮ নির্মলেন্দ সিকদার, ভারপ্রাপ্ত ১৬-০৪-১৯৮৮ থেকে ১৯৯০ মো. মকবুল হোসেন, ভারপ্রাপ্ত ১৯৯০-১৯৯২ এম এ গনি খান ০৮-০৮-১৯৯২ থেকে ১৫-০৮-২০০০ মো. মকবুল হোসেন, ভারপ্রাপ্ত ১৬-০৮-২০০০ থেকে ০১-০৬-২০০১ অধ্যক্ষ সাইদুল ইসলাম ০২-০৬-২০০১ থেকে ২০০৬ আ ক ম মিজানুর রহমান ২০০৬ থেকে


বাবুগঞ্জ কলেজের একাডেমি স্বীকৃতি

যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ১৯৯০ সালের ১৪ মে একাডেমিক স্বীকৃতি প্রদান করে। এমপিওভুক্ত: ৫ নভেম্বর ১৯৯৩ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ উদ্বোধন: ১৬ ডিসেম্বর ১৯৯৬ উদ্বোধন করেন: সিরাজ উদ্দীন আহমেদ, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনুমোদন লাভ ১১ সেপ্টেম্বর ১৯৯৭ কলেজের প্রথম তিনতলা ভবনের উদ্বোধন: ৮ এপ্রিল ২০০০ উদ্বোধন করেন: সিরাজ উদ্দীন আহমেদ, সদস্য পাবলিক সার্ভিস কমিশন কলেজের শহীদ মিনার প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিল্পপতি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এমএ কালাম।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খÐ)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।