বানারিপাড়া সতীদাহ বেদি ও মন্দির

Barisalpedia থেকে

বানারিপাড়ার কেন্দ্রস্থলে ঘোষ বাড়ির মন্দির নামে পরিচিত দুর্গা মন্দির সংলগ্ন স্থানে আঠারোশ আটচল্লিশ সালে একটি সতীদাহ সংঘটিত হয়েছিলো। নাম না জানা সেই সতী নারীর স্মরণে পরবর্তীতে সেই স্থানে একটি মন্দির এবং সতীদাহের বেদি নির্মাণ করা হয়।

Satidaha Bedi, Banaripara.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।