বাটার খাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৫, ১ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বরিশালের স্টিমার ঘাটের দক্ষিণ পাশ থেকে শহরমুখো খালটি বা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশালের স্টিমার ঘাটের দক্ষিণ পাশ থেকে শহরমুখো খালটি বাটার খাল নামে পরিচিত। খালটির মূল নাম বেটির খাল। ১৮১১ খৃৃস্টাব্দে বাকেরগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মি. বেটি খালের পুলটি পুননির্মাণ করেন। মি. উইন্টল বান্দ রোড নির্মাণকালে পুলটি নির্মাণ করেছিলেন। বেটি পুলটি নির্মাণ করে একটি মার্বেল পাথর স্থাপন করেন। পাথরে ইংরেজী, বাংলা ও ফরাসী ভাষায় লেখা আছে, ১৮১১ খ্রিস্টাব্দে পুল পুননির্মাণ করা হয়েছে। বেটির নামানুসারে বরিশাল নদী হতে শহরের মধ্যে প্রবাহিত খালটি বাটার খাল এবং পুলটিকে বেটার পুল বলা হয় থাকে। পূর্বে জমিদার ও তালুকদাররা তাদের কোষা নৌকা নদীতে না রেখে বাটার খালে রাখতেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।