বাটামারার সৈয়দ পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৮, ২২ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("ভোলার বাটামারার জমিদার সৈয়দ পরিবারের প্রতিষ্ঠাতা তোরা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

ভোলার বাটামারার জমিদার সৈয়দ পরিবারের প্রতিষ্ঠাতা তোরাব আলী ছিলেন ভারতের জৈনপুরের অধিবাসী।

তালুকদারির প্রতিষ্ঠা

তিনি এ অঞ্চলে পুলিশ বিভাগে চাকরি করতেন। তিনি জৈনপুর পীর পরিবারের সাথে সম্পর্কিত। সৈয়দ তোরাব আলী তৎকালে দারোগা ছিলেন বিধায় উলানিয়ার জমিদার কালারাজা তার কন্যাকে তার সাথে বিয়ে দেন। বিয়ে উপলক্ষে সৈয়দ তোরাব আলীকে কালারাজা দক্ষিণ শাহবাজপুরে ৩৬০ একর জমি পত্তন দেন। পরে তোরাব আলী আরো তালুক ক্রয় করে। তাঁর বাড়িটি বাটামারার দারোগাবাড়ী হিসেবেও পরিচিত।


বংশ তালিকা

সৈয়দ তোরাব আলীর পুত্র সৈয়দ আলতাফুর রহমান। তাঁর তিন পুত্র সৈয়দ আজিজুর রহমান, সৈয়দ মাহবুবুর রহমান ও সৈয়দ হাবিবুর রহমান। সৈয়দ আজিজুর রহমানের পুত্র কাঞ্চনমিয়া ও রতন মিয়া। সৈয়দ হাবিবুর রহমানের পুত্র সৈয়দ সিদ্দিকুর রহমান।


কীর্তি সন্তানগণ

সৈয়দ আজিজুর রহমান ১৯৪৬ খৃৃস্টাব্দে অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি পূর্ব পাকিস্তান আইনসভার হুইপ ছিলেন। তার ভ্রাতা সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ সংসদের সচিব ছিলেন। তিনি এ. কে. ফজলুল হকের নাতনি রাজিয়া বানুকে বিয়ে করেন। রাজিয়া বানু ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভার এবং ১৯৭০, ১৯৭৩ খৃৃস্টাব্দে জাতীয় পরিষদের সদস্য ছিলেন। সৈয়দ হাবিবুর রহমানের পুত্র সৈয়দ সিদ্দিকুর রহমান বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।