বাটাজোর

Barisalpedia থেকে

বরিশাল শহর থেকে ১৭ মাইল দূরে গৌরনদী থানায় বাটাজোর গ্রাম অবস্থিত। এখানে মহাত্মা অশ্বিনীকুমার দত্তের পৈতৃক বাসভূমি। বাটাজোরের দত্ত পরিবার বাংলার একটি সম্মানিত পরিবার। ব্রজমোহন দত্তের পুত্র অশ্বিনীকুমার দত্ত পিতার নামে বিএম কলেজ প্রতিষ্ঠা করেন। এ বংশের দ্বারকানাথ দত্তের কন্যা ফুলরেনু গুহ ভারতে আইনসভার সদস্য ও মন্ত্রী ছিলেন। ১৯২৭ খৃৃস্টাব্দে এখানে অশ্বিনী কুমার দত্তের নামে হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। বাটাজোর গ্রামের কতিপয় বিখ্যাত ব্যক্তিগণ হলেন-

১. ব্রজমোহন দত্ত (১৮২৬ - ১৮৮৬), নদীয়ার স্মল কোর্ট জজ, পটুয়াখালিকে মহকুমায় উন্নীতকরনে ভূমিকা পালনকারী; অশ্বিনীকুমার দত্তের পিতা; গ্রাম: বাটাজোর। ২. অশ্বিনীকুমার দত্ত (২৫ জানুয়ারি ১৮৫৬ - ৭ নভেম্বর ১৯২৩) বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও বরিশালের সর্বজন শ্রদ্ধেয় নেতা; গ্রাম: বাটাজোর। ৩. কামিনীকুমার দত্ত (?), অশি^নীকুমার দত্তের ভাই; গ্রাম: বাটাজোর। ৪. সরল কুমার দত্ত (?)অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র এবং জেলা কংগ্রেসের সভাপতি; গ্রাম: বাটাজোর। ৫. সুকুমার দত্ত (২ ফেব্রæয়ারি ১৮৯১ - ৯ এপ্রিল ১৯৭০), ঢাকা বিশ^বিদ্যালয় ও দিল্লি¬ বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক; দিল্লি রামযশ কলেজের অধ্যক্ষ; গ্রাম: বাটাজোর।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০