বাটাজোড়ের দত্ত পরিবার
গৌরনদীর বৃহদংশ জুড়ে বিস্তৃত বাঙরোড়া পরগনার গুরুত্বপূর্ণ এক তালুকদার পরিবার ছিল বাটাজোড়ের দত্ত পরিবার। এ বংশের পূর্ব পুরুষ দত্ত বল্লাল কুলীনত্ব লাভ করে চন্দ্রদ্বীপে আগমন করেন। তারা নবাবী আমলে চাকরি করে মজুমদার উপাধি পান। ভৈরবনাথ ১৬ শতকে বাটাজোড়ে বাসস্থান প্রতিষ্ঠা করেন। এ বংশের ব্রজমোহন দত্ত ১৮৪৯ সালে বরিশালে মুন্সেফ নিযুক্ত হন। তার পুত্র মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত চিরকুমার ছিলেন।
বংশ তালিকা
ভৈরবনাথ দত্তের পুত্র রতিনাথ, তার পুত্র জয়রাম, তার পুত্র দুর্গাদাস, দুর্গাদাসের দুই পুত্র রমাকান্ত ও রুক্মিনীকান্ত, রমাকান্তের পুত্র গতিনারায়ণ, তার পুত্র নন্দকিশোর, তার পুত্র ব্রজমোহন, তার তিন পুত্র অশ্বিনী কুমার, কামিনী কুমার ও যামিনী কুমার; কামিনী কুমারের তিন পুত্র সুকুমার, সরল কুমার ও সুশীল কুমার; রু´িনীকান্তর পুত্র হরনাথ, তার পুত্র দ্বারকানাথ; দ্বারকানাথের দুই পুত্র দেবেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ দত্ত।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।