বাঙরোড়া পরগনা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৫৬, ২৭ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("গৌরনদীর গৈলা, ফুল্লশ্রী, শোলক, বাটাজোর, মাহিলারা প্রভৃতি..." দিয়ে পাতা তৈরি)

গৌরনদীর গৈলা, ফুল্লশ্রী, শোলক, বাটাজোর, মাহিলারা প্রভৃতি গ্রাম নিয়ে গঠিত ছিল। ১৮৭৫ খৃৃস্টাব্দে হায়াতুন নেসা খাতুন এ পরগণার জমিদার ছিলেন। বাঙ্গরোড়ার তালুকদারের সংখ্যা ছিল প্রায় এক হাজার। তাদের মধ্যে বাটাজোড়ের দত্ত, শোলকের মজুমদার, গৈলার দাস মুন্সি ও বার্থীর বকশীগণ প্রধান। রাজস্ব ছিল ২০৭২৪ টাকা।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।