বাঘাই শাহের দরগা, বাখরগঞ্জ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:২০, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বাখরগঞ্জের দুর্গাপাশা অঞ্চলের গোবিন্দপুর গ্রামে বাঘাই..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বাখরগঞ্জের দুর্গাপাশা অঞ্চলের গোবিন্দপুর গ্রামে বাঘাই শাহ নামের একজন ইসলাম ধর্ম প্রচারকের দরগার অবস্থান রয়েছে। ইসলাম প্রচারের আদি যুগে ইয়েমেন থেকে বাঘাই শাহ নামের এই ধর্ম প্রচারকের আগমণ ঘটেছিলো বলে শোনা যায়। তার প্রকৃত নাম জানা যায়নি। বাঘাই শাহকে নিয়ে বেশ কিছু অলৌকিক কাহিণী প্রচলিত রয়েছে। প্রাচীন এক বটবৃক্ষের নীচে তিনি তার আস্তানা স্থাপন করেছিলেন বলে স্থানীয় বিশ্বাস। বলা হয়ে থাকে যে, বাঘের পিঠে চড়ে তিনি এই অঞ্চলে আগমণ করেন এবং ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। বাঘের পিঠে আগমন করেছিলেন বলে তিনি পরবর্তী সময়ে বাঘাই শাহ নামে খ্যাত হন।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।