বাকেরগঞ্জ হিতৈষিণী সভা

Barisalpedia থেকে

ব্রাহ্ম সমাজের উদোগে বরিশালে স্ত্রী শিক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে ১৮৭৭ খৃৃস্টাব্দে মেয়েদের শিক্ষার জন্য বাকেরগঞ্জ হিতৈষিণী সভা স্থাপিত হয়। ফরিদপুরের অম্বিকাচরণ মজুমদার, উজিরপুরের কালীপ্রসন্ন ভট্টাচার্য, গাভার অমৃত চন্দ্র ঘোষ, অভয়নীলের হরনাথ ঘোষ, ইলুহারের বিহারী লাল, নরোত্তমপুরের উগ্রকণ্ঠ হিতৈষিণী সভার সর্বপ্রথম ও প্রধান উদ্যোক্তা ছিলেন। প্রথমে সভ্য ছিল ২২ জন এবং ১৮৯৫ খৃৃস্টাব্দে তিন শ’র অধিক সভ্য ছিল। এ সভা দু’হাজারের বেশি মহিলা ও বালিকাদের পরীক্ষা গ্রহণ করেছে। স্ত্রী শিক্ষার জন্য সিদ্ধকাঠির গিরিজা প্রসন্ন সেন ‘গৃহলক্ষ্মী’ ও আনন্দ চন্দ্র সেন ‘গৃহিণীর কর্তব্য’ রচনা করেন। ১৮৭৮-৮৩ খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন ভট্টাচার্য এবং ১৮৯৫ খৃৃস্টাব্দে লাখুটিয়ার ব্যারিষ্টার পিএল রায় হিতৈষিণীর সভাপতি ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।