বাকেরগঞ্জ উপজেলা
বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৮৭০-৭১ সালের প্রতিবেদনে বাখরগঞ্জ সদর মহকুমায় যে ৫টি থানার নাম পাওয়া যায় তার একটি বাখরগঞ্জ। কিন্তু বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী এই থানা ১৮৭৪ সালে গঠিত। ৭/১১/১৯৮২ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।
পরিচ্ছেদসমূহ
- ১ ভরপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ২ চরাদি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৩ চরামদ্দি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৪ দাড়িয়াল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৫ ফরিদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৬ গারুরিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৭ নিয়ামতি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৮ রঙ্গশ্রী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
- ৯ বাকেরগঞ্জ উপজেলার পুরাকীর্তিসমূহ
- ১০ বাকেরগঞ্জের সামন্ত পরিবারর
- ১১ বাকেরগঞ্জের ঐতিহাসিক ঘটনা
ভরপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. সুবেদার করম আলী হাওলাদার, বীরপ্রতীক (?? - ১৯৮৮), বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; গ্রাম: ভরপাশা।
চরাদি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. আতাহার আলী মল্লিক, বীরবিক্রম (১৯৩৪ - ২ এপ্রিল ১৯৭১ ) বীরবিক্রম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা; গ্রাম: চরাদি। ২. লেফটেনান্ট মোহাম্মদ কামরুল হাসান সেলিম, বীরপ্রতীক (?? - ৩০ জানুয়ারি ১৯৭২) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা।
চরামদ্দি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. নাসির উদ্দিন (?? - ১ নভেম্বর ১৯৮৫), মুক্তিযুদ্ধকালে বেইজ কমান্ডার, বাকেরগঞ্জ; শ্যামপুর যুদ্ধে নেতৃত্ব দানকারী; গ্রাম: চরামদ্দি।
দাড়িয়াল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. সুরেশচন্দ্র চক্রবর্তী (১৪ জুলাই ১৯০০ - ১৪ মে ১৯৭৩), কাশী-প্রবাসী খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যসেবী। গ্রাম: কাজলাকাঠি। দুর্গাপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ১. অবলাকান্ত কর (১৮৯১ - ২ নভেম্বর ১৯৭৪), ২৫ বছর কারানিবাসী স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গোবিন্দপুর।
ফরিদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. গাজী আবদুল ওয়াহেদ, বীরপ্রতীক (?? - ১৯৯৭), বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; গ্রাম: মঙ্গলসি। ২. শরৎ কুমার ঘোষ (১৮৮৩ - ১ এপ্রিল ১৯৫৮), পোশাকি নাম পুরুষোত্তমানন্দ অবধূত; ‘বিশ্বকল্যাণ সভা’, ‘আনন্দমঠ’ প্রভৃতি সংস্থার প্রতিষ্ঠাতা; বেদান্তের বৈপ্লবিক ব্যাখ্যাতা; গ্রাম: কাকরদা।
গারুরিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. বিশ্বেশ্বর তর্করতœ, মহামহোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৮৭২ - ২ ফেব্রুয়ারি ১৯১৫), লেখক ও মহামহোপাধ্যায়; গ্রাম: গারুড়িয়া।
নিয়ামতি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. আইন উদ্দিন সিকদার (অষ্টাদশ শতক), ইংরেজ বিরোধী সশস্ত্র বিদ্রোহের নেতা; গ্রাম: নিয়ামতি।
রঙ্গশ্রী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. দয়াল চৌধুরী (অষ্টাদশ শতক), আগাবাকেরের সময়ে বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের এক প্রভাবশালী জমিদার; গ্রাম: নন্দপাড়া। ২. হেমচন্দ্র মুখোপাধ্যায় (১৮৮৮ - ১৯৩১), কবি ও নাট্যকার; গ্রাম: রঙ্গশ্রী। ৩. ফজলুর রহমান খন্দকার, বীরউত্তম (?? - ২৭ সেপ্টেম্বর ১৯৭১), বীরোত্তম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা; গ্রাম: বারোআউলিয়া।
বাকেরগঞ্জ উপজেলার পুরাকীর্তিসমূহ
১. বার আউলিয়ার দরগাহ, রঙ্গশ্রী। ২. নসরাত গাজির মসজিদ, শিয়ালগুনি। ৩. মেহেন্দিগঞ্জের মসজিদ, ১৭৫৩। ৪. চরামদ্দি চৌধুরীবাড়ি মসজিদ। ৫. বাঘাই শাহের দরগা, গোবিন্দপুর। ৬. শিবপুর গির্জা। ৭. শিবপুর মসজিদ। ৮. কলসকাঠি জমিদার বাড়ি
বাকেরগঞ্জের সামন্ত পরিবারর
১. চরামদ্দির চৌধুরী পরিবার। ২. নিয়ামতির সিকদার পরিবার। ৩. কলসকাঠি জমিদার পরিবার।
বাকেরগঞ্জের ঐতিহাসিক ঘটনা
১. কলসকাঠি গণহত্যা, মুক্তিযুদ্ধ ১৯৭১
বাকেরগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ ১. লেফটেন্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম সেলিম বীরপ্রতীক, পিতা ডাক্তার মোতাহার সিকদার, চরাদি। ২. শহীদুল ইসলাম খোকন, পিতা কে এল রহমান, বাকেরগঞ্জ, সীমান্ত যুদ্ধে শহীদ। ৩. কাঞ্চন হাওলাদার, বাহেরচর। ৪. আবদুল ওহাব, বাহেরচর, খুলনা সার্কিট হাউজের কাছে সম্মুখ যুদ্ধে শহীদ। ৫. মধু সেন, কলসকাঠি। ৬. বাদল মাস্টার, কলসকাঠি। ৭. পেয়ারী ঘোষ, কলসকাঠি। ৮. দুলাল দাশ, কলসকাঠি। ৯. দিলীপ দাশ, কলসকাঠি। ১০. নীলকান্ত সরকার, কলসকাঠি। ১১. অমৃত, কলসকাঠি। ১২. দুলাল সুনু কান্তি পাল, কলসকাঠি। ১৩. পরিমল সাহা, কলসকাঠি। ১৪. আকরাম আলী খান, দুধাল। ১৫. আবদুল খালেক খাঁ, রাঘুনাথপুর। ১৬. সনাতন ঘটক, চাচৈরপাশা। ১৭. ধীরেন্দ্র চন্দ্র, লক্ষীপাশা। ১৮. লক্ষ্মীচরণ শীল, কাফিলা। ১৯. সোহরাব হোসেন, উত্তর হোসনাবাদ। ২০. রাসহিবারী দাশ, সাহেবগঞ্জ। ২১. নায়রণ চন্দ্র ম-ল, চরাদ্দি। ২২. শাহজাহান আলী আকন, বাতাসপুর। ২৩. হরকুমার ধোপা, খয়রাবাদ। ২৪. সুরেন্দ্রনাথ দাড়িয়াল। ২৫. মতিলাল গঙ্গোপাধায়, গারুডিয়া। ২৬. কেরামত আলী শেখ, দেওকাঠি। ২৭. ভগবান পাল, হোরীপুর। ২৮. সৈয়দ হায়দার আলী, দেওকাঠি। ২৯. হোসেন আলী, ভরপাশা। ৩০. করিম হাওলাদার, জিনিয়া- ভয়রাবাদ যশোরে নিহত। ৩১. আলতাফ হোসেন, গোবিন্দপুর, পোস্ট মাস্টার । ৩২. আর্শেদ আলী হাওলাদার, বালিগ্রাম, রাজশাহীতে যুদ্ধে শহীদ। ৩৩. জিন্নাত আলী সিকদার, শ্যামপুর; নূরুল ইসলাম মঞ্জুরের ড্রাইভার ছিল বিধায় পাকসেনারা নির্যাতন করে হত্যা করে। ৩৪. গণপতি চট্টোপাধ্যায়, শিক্ষক কাকরদা।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।