বাকেরগঞ্জ

Barisalpedia থেকে

বাকেরগঞ্জ নামটি একসময় চন্দ্রদ্বীপ, বাকলা বা বরিশালের সমার্থক ছিল। বুজুর্গ উমেদপুরের জমিদার ঢাকার আগাবাকের খান ১৭৪১ খৃৃস্টাব্দে নিজ নামে গঞ্জ প্রতিষ্ঠা করে নাম দেন বাকেরগঞ্জ। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ১৭৯৭ খৃৃস্টাব্দে বাকেরগঞ্জ নামে জেলা প্রতিষ্ঠিত করলে বাকলা ও চন্দ্রদ্বীপ নাম দুটি প্রায় হারিয়ে যায়। ১৮০১ খৃৃস্টাব্দে জেলা সদর বাকেরগঞ্জ থেকে বরিশালে স্থানান্তর করা হয়। কিন্তু তারপরও জেলার নামটি বাকেরগঞ্জ ছিল ১৭৯৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত । ১৯৯৩ সালের ১ মার্চ বরিশাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি বাদ দেয়া হয় এবং জেলা সদর বরিশালের নামে বিভাগের নামকরণ করা হয়। বর্তমানে বাকেরগঞ্জ নামটি বাকেরগঞ্জ উপজেলা নামের মধ্যে সীমাবদ্ধ আছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।