বাকলা

Barisalpedia থেকে

চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী ছিল বাকলায়। আবার চন্দ্রদ্বীপের অপর এক নামও বাকলা। বাউফল ও উপজেলার কচুয়া গ্রামে বকলানগর অবস্থিত ছিল। চন্দ্রদ্বীপের সেই রাজধানী বাকলা তেঁতুলিয়া নদীতে বিলীন হয়েছে। চতুর্দশ হতে ষোলো শতক পর্যন্ত বাকলায় চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী ছিল। ১৫৯৪ খৃৃস্টাব্দে ঘূর্ণিঝড় ও মগ-পর্তুগীজদের আক্রমণের ফলে রাজধানী কচুয়া বা বাকলা থেকে স্থানান্তর করা হয়। সুতলানী ও মোগল আমলে বাকলা নামটি বিখ্যাত ছিল। মোগল শাসনের দাপ্তরিক ব্যবহারে চন্দ্রদ্বীপের পরিবর্তে বাকলা নামটি ব্যবহৃত হতো। স¤্রাট আকবরের আমলে সুবায়ে বাংলা যে কয়টি সরকারে বিভক্ত ছিল তাঁর একটির নাম ছিল বাকলায়, চন্দ্রদ্বীপ নিয়ে গঠিত সরকারের নাম ছিল বাকলা। ব্রিটিশ আমলে বাকলা নামটি সরকারী দপ্তর থেকে বিলুপ্ত হতে থাকে এবং বাকেরগঞ্জ নামটি চালু হতে শুরু করে। সৈয়দ হাতেম আলী ‘বাকলা’ নামে একটি সিগারেট কোম্পানি খুলেছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।