বাউফল উপজেলা

Barisalpedia থেকে

বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযায়ী ১৮০০ খৃস্টাব্দে জেলা কালেক্টরের লেখা এক চিঠিতে বাখরগঞ্জ জেলার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি বাউফল। ১৮৬৭ সালে এই থানা পটুয়াখালীর অন্তর্ভুক্ত হয়। আবার বাংলাপিডিয়ায় লিখেছে থানাটি ১৮৭৪ সালে গঠিত। ২/৭/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।

ধুলিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. গাজী পঞ্চম আলী হাওলাদার (১৯২৬ - ১০ ফেব্রুয়ারি ১৯৯৪), মুক্তিযুদ্ধকালে বাউফলের বেইজ কমান্ডার; গ্রাম: ধুলিয়া। ২. সৈয়দ আশরাফ হোসেন (১৩ডিসেম্বর ১৯২৯ - ৩ মে ২০০৮), রাজনীতিবিদ, ভাষাসৈনিক, ও এমপিএ; গ্রাম: ধুলিয়া।

কাচিপাড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. আবদুল আজিজ খন্দকার, এডভোকেট (১৯২৩- ১৯৯১), রাজনীতিবিদ, ১৯৭০ সালে এমপিএ, ১৯৭৩ সালে এমপি; গ্রাম: বৌলতলা। ২. এম. এ. মুনএম (১৯৩৫ - ১৯৯৯), সাবেকমন্ত্রী; গ্রাম: কারখানা।

কালাইয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. মনোরঞ্জন সিকদার (১৯১৩ - ২৭ ডিসেম্বর ১৯৭৬), ১৯৫৬ সনে প্রাদেশিক মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী; গ্রাম: কর্পুরকাঠী।

কালিশুরি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. সাইয়েদুল আরেফিন (র.) (পঞ্চদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক।

কেশবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. ডা. মোখলেছুর রহমান (১৯৩৪ - ৪ এপ্রিল ২০১৬), বরিশাল জেলা পরিষদের প্রশাসক; গ্রাম: কেশবপুর।

বাউফল উপজেলার পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শনসমূহ

১. সাইদুল আরেফিন (র.)-এর মসজিদ, কালিশুরি ২. কমলা রানীর দীঘি, কালাইয়া

বাউফল উপজেলার বিখ্যাত সামন্ত পরিবারসমূহ

১. বিলবিলাসের কাজী পরিবার (শেরে বাংলার পূর্বপুরুষ), বাউফল ইউনিয়ন

বাউফল উপজেলার বিখ্যাত ঐতিহাসিক ঘটনাসমূহ

১. কালিশুরী-চাঁদকাঠি যুদ্ধ, পটুয়াখালী, ১৯৭১

বাউফল উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. আবদুর রশীদ মিয়া, ধুলিয়া। ২. হাচন আলী, ধুলিয়া। ৩. আলামত আলী ফকির, ধুলিয়া। ৪. এসমাইল, ধুলিয়া। ৫. আলউদ্দীন আজিজ, ধুলিয়া। ৬. সিরাজুল হক গাজী, ধুলিয়া। ৭. বারেক, ধুলিয়া। ৮. বিহারী লাল রক্ষিত, মুর্চাকাটি। ৯. আবুল হোসেন, মুর্চাকাটি। ১০. দীনবন্ধু পাই, মুর্চাকাটি। ১১. আবদুল গণি, মুর্চাকাটি। ১২. আমির হোসেন, মুর্চাকাটি। ১৩. মুনাছের কাউলী, চাঁদকাটি। ১৪. আয়জউদ্দিন, চাঁদকাটি। ১৫. অনুকুলচন্দ্র পাল, কনকদিয়া। ১৬. আনন্দচন্দ্র পাল, কনকদিয়া। ১৭. সেকান্দার আলী মালাকার, নওমালা। ১৮. শাহ আলম, রাজনগর। ১৯. সেকান্দার আলী খাঁ, কলতা। ২০. বশিরউদ্দীন, কালাইয়া। ২১. আলতাফ হোসেন, দাসপাড়া। ২২. তোফায়েল হোসেন কুট্টি, দাসপাড়া। ২৩. আবদুল খালেক, বটকাজল। ২৪. কদম আলী, বিলবিলাস। ২৫. আমানউল্লাহ, নাজিরপুর। ২৬. কাঞ্চন আলী আকন, মদনপুরা। ২৭. মজিদ মিয়া, নারায়ণপুর। ২৮. গফুর মিয়া, ছোটসলিমা। ২৯. আয়জউদ্দিন মৃধা, আওলিয়াপুর। ৩০. আবদুল হালিম আকন, কেশবপুর। ৩১. মঙ্গল ফকির, কোটপারা। ৩২. আবদুল গণি, মুর্চাকাটি। ৩৩. আফতার আলী মুন্সী, রণভৈরব। ৩৪. আবদুল রাজ্জাক, রণভৈরব। ৩৫. লালমিয়া, শৌলা। ৩৬. আবুল হাসেম। ৩৭. ইবিআর মুজিবর রহমান সিকদার, চররঘুনাথদী।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।