বাইশারীর তালুকদার রায় পরিবার

Barisalpedia থেকে

সেলিমাবাদ পরগণার প্রথম আবাদকারী অনন্ত ও শ্রীমন্ত রায়। রায়েরকাঠির শ্রীনাথ রায় উভয় ভ্রাতাকে লাখেরাজ তালুক প্রদান করে বাইসারী গ্রামে প্রতিষ্ঠা করেন। ১৯০১ খৃৃস্টাব্দে বাইশারীর রায় পরিবার কর্তৃক বাইশারী স্কুল প্রতিষ্ঠিত হয়। জেলা জজ প্রবোধ চন্দ্র রায়, আইসিএস রণজিত কুমার, অধ্যাপক ডিএন চ্যাটার্জী, ডঃ শ্রী শচীন্দ্র এ পরিবারের প্রসিদ্ধ ব্যক্তি।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।