বাংলাদেশ (পত্রিকা)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১০, ২৪ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯৭১ সালের পশ্চিম পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে স..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৭১ সালের পশ্চিম পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ১৭ এপ্রিল তারিখে এস. এম. ইকবাল, মিন্টু বসু ও হেলাল উদ্দিনের স¤পাদনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম পত্রিকা অনিয়মিত অর্ধসাপ্তাহিক ‘বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। পাকহানাদার বাহিনী বরিশাল শহর দখল করার আগে পত্রিকাটির একটিমাত্র সংখ্যা প্রকাশিত হয়। দ্বিতীয় সংখ্যাটি ছাপার আগেই ক¤েপাজ ভেঙ্গে ফেলা হয়। বরিশালের পত্র-পত্রিকার ইতিহাসে এই পত্রিকাটির প্রচার সংখ্যাই ছিল সর্বাধিক। পত্রিকাটির মূল্য ছিল ১৫ পয়সা। দু’পৃষ্ঠার ট্যাবলয়েড সাইজের এ পত্রিকাটির প্রকাশক ছিলেন হারেছ আহমেদ খান, মুকুল দাস ও এনায়েত হোসেন মিলন।

‘বাংলাদেশ’ পত্রিকার জন্ম ইতিহাস স¤পর্কে পত্রিকাটির অন্যতম স¤পাদক মিন্টু বসু ১৯৮২ সালের ৪ঠা আগস্ট সংখ্যা সাপ্তাহিক ‘বিপ্লবী বাংলাদেশ’পত্রিকায় লিখেছেন : ‘স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র ‘বাংলাদেশ’।... পত্রিকাটির প্রথম প্রকাশ কাল ১৭ই এপ্রিল ১৯৭১। পত্রিকাটির অর্ধ সাপ্তাহিক হিসেবে প্রথম সংখ্যা আত্মপ্রকাশ করে। কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশের প্রথম সংবাদপত্র‘ বাংলাদেশ’-এর একটি সংখ্যাই মাত্র প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় সংখ্যাটি ছাপার পূর্ব মুহূর্তে পাকিস্তানী বিমান হামলার প্রেক্ষিতে বিনষ্টকরে ফেলা হয়। পরবর্তীতে বরিশাল শত্রæপক্ষের কবলে চলে যাওয়ায় আর কোন সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।