বলভদ্র বসু

Barisalpedia থেকে

বলভদ্র বসু ছিলেন চন্দ্রদ্বীপ রাজাদের ইতিহাসে বসু বংশের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমান বাবুগঞ্জের দেহেরগতি গ্রামের অধিবাসী ছিলেন।

চন্দ্রদ্বীপের ৬ষ্ঠ রাজা ছিলেন একজন নারী অর্থাৎ মহারাণী কমলা যার নামে বাউফলে বিখ্যাত কমলা রানীর দীঘি রয়েছে। মহারানী কমলার বিয়ে হয়েছিল বাবুগঞ্জের দেহেরগতি গ্রামের বলভদ্র বসুর সাথে। ফলে রানীর মৃত্যুর পরে চন্দ্রদ্বীপের রাজ ইতিহাসে সূচিত বসু বংশ যার প্রতিষ্ঠাতা এই বলভদ্র বসু।

বলভদ্র বসুর বংশ তালিকা নিম্নরূপ: দশরথ বসুর পুত্র পরম বসু যিনি এই বংশের আদি পুরুষ হিসেবে বঙ্গে আগমন করেন। পরম বসুর পুত্র পূষণ বসু। রাজা বল্লাল কর্তৃক সাধিত সমাজ সমীকরণে তিনি ব্রাম্মনত্ব লাভ করেন। পূষণ বসুর পুত্র দিবাকর বসু। তার পুত্র বাহবট বা বাহভট বসু। তার পুত্র তমোপহ বসু। তার পুত্র অর্হপতি বসু। তার পুত্র পুর বা পুরেন্দ্র বসু। তার পুত্র ভাঞি বসু। তার পুত্র থাক বসু। থাক বসু প্রথম দেহেরগতিতে বসবাস শুরু করেন। তার পুত্র কন্দর্প বসু। তার পুত্র মার্কওয়ে বসু। তার পুত্র উষাপতি বসু। তার পুত্র বলভদ্র বসু।

১৫০০ সালে যখন বলভদ্র বসুর পুত্র পরমানন্দ বসু সিংহাসনে আসীন হওয়ার সময় ছিলেন মাত্র তিন বছরের এক শিশু। ফলে ১৫২০ সাল পর্যন্ত শিশুপুত্রের পক্ষে বলভদ্র বসুই রাজ্য পরিচালনা করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।