বলখী শাহ (উচ্চারণ অপভ্রংশে বুলাকি শাহ)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩১, ২৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৭৯২ খ্রিস্টাব্দে বাখরগঞ্জের দক্ষিণ অঞ্চলের কৃষক বিদ্রোহের নেতা। গৃহস্থ ফকির ও চাষি বলখী শাহ সুগন্ধিয়ার গ্রামাঞ্চলের চাষিদের সাহায্যে একটি ক্ষুদ্র দুর্গ তৈরী করে চাষিদের নিয়ে রীতিমতো সৈন্যদল গড়ে তোলেন। নলছিটির কাছে মোগলবাহিনীর পরিত্যক্ত সাতটি কামান ওই দুর্গে এনে কারিগরদের সাহায্যে ওইগুলোকে কাজের উপযোগী করে নেন। ওই দুর্গে একটি কামারশালা ও গোলাবারুদ তৈরির কারখানা ছিল। আয়োজন সমাপ্ত করে তিনি অত্যাচারী ইংরেজ সরকার ও জমিদারগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহের আয়োজন করেন। কয়েকটি খণ্ডযুদ্ধ হয়। শেষপর্যন্ত পরাজিত হয়ে সম্ভবত তিনি আত্মগোপন করেন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।