বরিশাল সাব সেক্টরের অধীন বেইজ কমান্ডারগণ

Barisalpedia থেকে

১. বরিশাল সদর- আবদুল মান্নান।২. বাকেরগঞ্জ- নাসিরউদ্দিন। ৩. বাবুগঞ্জ- আবদুল ওহাব খান ও আবদুল মজিদ খাঁ। ৪. উজিরপুর- হাবিবুর রহমান খান ও অদুদ সর্দার। ৫. গৌরনদী- নিজাম উদ্দিন। ৬. মুলাদী- কুতুব উদ্দিন। ৭. হিজলা-মেহেন্দীগঞ্জ- কুদ্দুস মোল্লা। ৮. ঝালকাঠি- সুলতান উদ্দিন মাস্টার। ৯. নলছিটি- সেকান্দার আলী ও অধ্যাপক বায়েজিদ। ১০. কাউখালী- হাবিবুর রহমান। ১১. ভাণ্ডারিয়া- আবদুল আজিজ। ১২. রাজাপুর- আবুল কালাম আজাদ।১৩. মঠবাড়িয়া- আলতাফ হোসেন। ১৪. পিরোজপুর- আবদুল মান্নান। ১৫. স্বরূপকাঠী-নাজিরপুর - জাহাঙ্গীর বাহাদুর। ১৬. বানরিপাড়া- বেনুলাল দাশগুপ্ত। ১৭. ভোলা মহকুমা- এডজুটেন্ট আলী আকবর ও হাইকমান্ড সিদ্দিকুর রহমান।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।