বরিশাল সদর হাসপাতাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৩২, ১৫ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে (" চিত্র:বরিশাল_সদর_হাসপাতাল.jpg ১৮৪৭ সালের পূর্ব পর্যন্ত ব..." দিয়ে পাতা তৈরি)

বরিশাল সদর হাসপাতাল.jpg

১৮৪৭ সালের পূর্ব পর্যন্ত বরিশালে আধুনিক চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। চাদসীর ক্ষত চিকিৎসা ও বালাবাড়ির চিকিৎসাই চিকিৎসা ক্ষেত্রে এতদঞ্চলের অবলম্বন ছিল। ১৮৪৭ সালে বরিশালে একটি চ্যারিটেবল ডিসপেনসারী প্রতিষ্ঠিত হয়। একজন সাব এ্যাসিস্টান্ট সার্জন এর পরিচালক ছিলেন। এই চ্যারিটেবল ডিসপেনসারি পরবর্তীতে বরিশাল সদর হাসপাতালে রূপ লাভ করে। সদর হাসপাতাল ভবন নির্মিত হয় ১৯১০ সালে । পরবর্তীতে বর্ধমান ও বরিশাল হাসপাতাল অবিভক্ত বাংলায় উন্নত ছিল। হাসপাতাল ভবন নির্মাণে অনেকে চাঁদা ও জমি দিয়েছেন। পূর্ববঙ্গের লেফটেন্যান্ট গভর্নর স্যার ল্যান্সলট হেয়ার ১৯১০ সালের ৫ ডিসেম্বর ভবনের ভিত্তি স্থাপন করেন এবং বাংলার গভর্নর লর্ড কারমাইকেল ১৯১২ সালের ১৩ জুলাই হসপিটাল উদ্বোধন করেন। ১৯২৫ সালে বানারীপাড়ার বাইশারির ইন্দ্রনাথ দত্ত তার মা’র নামে গোলকমণি মহিলা ওয়ার্ড, কালীচন্দ্র ১৯৩৮ সালে শশীমুখী অপারেশন থিয়েটার, ১৯৩৮ সালে ব্যারিস্টার নলিনীগুপ্ত ও তার ভাই বিনয়গুপ্ত তাদের পিতা ও মাতার নামে জগচন্দ্র ও মুক্তাকেশীর নামে দু’টি পেয়িং ওয়ার্ড নির্মাণ করেন। রাজাপুরের সাতুরিয়ার জমিদার মেহেরুন্নেছা ভবনের জন্য জমি প্রদান করেছিলেন। ১৯৪৩ সাল পর্যন্ত একটি কমিটি হাসপাতাল পরিচালনা করত। ১৯৪৪ সালে কমিটির আবেদনের প্রেক্ষিতে সরকার হাসপাতালের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে।