বরিশাল সদর উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৩, ২৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৮২০ খৃৃস্টাব্দে বুখাইনগর থানার একাংশ নিয়ে বরিশাল কোতোয়ালি থানা গঠন করা হয় এবং থানা দপ্তর বুখাইনগর থেকে বরিশালের স্থানান্তরিত হয়। বাখরগঞ্জ গেজেটিয়ার ১৯৮৪ অনুযাযী ১৮৭০-৭১ সালের প্রতিবেদনে বাখরগঞ্জ সদর মহকুমায় যে ৫টি থানার নাম পাওয়া যায় তার একটির নাম বরিশাল। কিন্তু বাংলাপিডিয়ার তথ্যমতে বরিশাল সদর থানা সৃষ্টি হয় ১৯২৩ সালের ১৮ জানুয়ারি। ১২/১২/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।


পরিচ্ছেদসমূহ

বরিশাল সিটি কর্পোরেশন অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ

১. দাল সিংহ বর্মণ (অষ্টাদশ শতক), আসমান সিং-এর পালা নামের লোকনাট্য দাল সিংহ পরিবারকে কেন্দ্র করে রচিত; পাঞ্জাব প্রদেশ হতে আগত জমিদার; পুরান বাজার। ২. শাহ করিম বকস (অষ্টাদশ শতক - উনবিংশ শতকের প্রথম ভাগ), শাহ করিম বকস বরিশাল শহরের ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন ফকিরবাড়ির আদি পুরুষ; ফকিরবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা; ফকিরবাড়ি রোড। ৩. জন ফ্রান্সিস প্যারেরা, (১৭৬৪ - ১৮৩৪), বরিশাল শহরের প্রধান ইউরোপীয় অধিবাসীদের একজন; তাঁর নামানুসারে প্যারারা রোড। ৪. এলায়েচীরাম তালিব (? - ১৮৭৬), ফার্সী কবি। ৫. মুহম্মদ ফাযেল (উনবিংশ শতক), ফার্সী কবি। ৬. আবদুর রহিম খান (? - ১৯১৫), ভাটিখানার জোড় মসজিদের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও ব্রজমোহন কলেজের আরবি অধ্যাপক; ভাটিখানা। ৭. দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যায় (১৮৫৩Ñ১৯১৬), লেখক; নথুল্লাবাদ। ৮. খান বাহাদুর হেমায়েতউদ্দিন আহম্মদ (১৮৬০ - ১৯৪১) ঊনিশ শতকের শেষভাগের ও বিশ শতকের গোড়ার দিকের বরিশালের শিক্ষা ও রাজনৈতিক আন্দোলনের অগ্রণী মুসলিম নেতা; বগুড়া রোড। ৯. মুন্সি মোহাম্মদ রেয়াজুদ্দীন (১৮৬২ - ১৯৩৩), সাহিত্যিক ও সম্পাদক; কাউনিয়া। ১০. সত্যানন্দ দাশ (১৮৬৩ - ১৯৪২), ব্রজমোহন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং বরিশাল ব্রাহ্ম সভার সম্পাদক ও উপাচার্য; কবি জীবনানন্দ দাশের পিতা; বগুড়া রোড। ১১. ¯েœহলতা দাশ (উনবিংশ শতকের শেষ ভাগ - বিংশ শতকের মধ্যভাগ), বরিশাল সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা; জীবনানন্দ দাশের পিসি; বগুড়া রোড। ১২. দেবেন্দ্রনাথ ঘোষ (২২ এপ্রিল ১৮৯০ - ১১ জানুয়ারী ১৯৯৯), সশস্ত্র বৃটিশ বিরোধী আন্দোলনকারী। ১৩. জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি ১৮৯৯ - ২২ অক্টোবর ১৯৫৪), কবি; বগুড়া রোড। ১৪. খান বাহাদুর ওয়াজির আলী (৫ জুলাই ১৮৯৫ - ২৩ এপ্রিল ১৯৭৩), হাওড়া জেলার এ. ডি. এম.; গোরাচাদ দাস রোড, বরিশাল। ১৫. মণিকুন্তলা সেন (১১.১২.১৯১০- ১১.৯.১৯৮৭), অবিভক্ত বাংলার প্রথম সারির মহিলা নেত্রী ও বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষা সমিতির অন্যতম প্রতিষ্ঠাত্রী; বগুড়া রোড। ১৬. বরুণ সেনগুপ্ত (২৩.১.১৯৩৪- ১৯.৬.২০০৮), আনন্দবাজার সহ অনেক পত্রিকার সাংবাদিক, সম্পাদক ও লেখক। ১৭. মোহিত চট্টোপাধ্যায় (১.৬.১৯৩৪ - ১২.৪.২০১২), বিশিষ্ট কবি ও নাট্যকার; ফকিরবাড়ি রোড। ১৮. আলমগীর কবির (১৯৩৭ সনের ১৮ই ডিসেম্বর - ১৯৮৯) বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক; নবগ্রাম রোড, মুনসুর কোয়ার্টার। ১৯. খন্দকার নাজমুল হুদা [কে এন হুদা]), বীরবিক্রম (১৯৩৮ সালের ৬ জুলাই - ৭ নভেম্বর ১৯৭৫), কর্নেল; মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার, যশোর; বগুড়া রোড। ২০. সমীর সেনগুপ্ত (২১.১২.১৯৪০-২৩.১২.২০১১), বিশিষ্ট প্রাবন্ধিক ও জীবনীকার; বরিশাল শহর।


বরিশাল সদর উপজেলার পুরাকীর্তিসমূহ

১. ফকিরবাড়ি মসজিদ, ফকিরবাড়ি রোড। ২. বরিশালের প্রথম জেলা কালেক্টরেট ভবন, ফজলুল হক এভিনিউ। ৩. বিবির পুকুর, সদর রোড। ৪. বরিশাল ব্রহ্মসভা বা ব্রাহ্ম উপাসনালয়, কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে। ৫. বেল ইসলামিয়া ছাত্রাবাস, হেমায়েত উদ্দিন রোড। ৬. এবাদুল্লাহ মসজিদ, চকবাজার। ৭. খানম মঞ্জিল, হাসপাতাল রোড। ৮. নথুল্লাবাদ শিবমন্দির। ৯. ঠাকুর কাছারি, ফজলুল হক এভিনিউ। ১০. নবাব কম্পাউন্ড, বরিশাল, ঢাকার নবাবদের কাছারি, বর্তমানে সিটি কলেজের মূল ভবন। ১১. পাষাণময়ী কালী মন্দির, কালীবাড়ি রোড। ১২. ব্যাপটিস্ট মিশন চার্চ। ১৩. ভাটিখানা জোড় মসজিদ। ১৪. মদনমোহন মন্দির, চকবাজার। ১৫. মহামায়া মন্দির, কাশীপুর। ১৬. মোহাম্মদ বাকেরের মসজিদ, জানকী সিং রোড। ১৭. লাখুটিয়ার জমিদারবাড়ি। ১৮. লোন অফিস ভবন, সদর রোড। ১৯. শংকর মঠ, কলেজ রোড। ২০. সাগরদীর লালকুঠি। ২১. হালিমা মঞ্জিল, সদর রোড ২২. চরআইচা জোড়মসজিদ, চরকাউয়া ইউনিয়ন। ২৩. অক্সফোর্ড মিশন চার্চ, বগুড়া রোড। ২৪. কড়াপুর মিয়াবাড়ি মসজিদ:


চাঁদপুরা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. হজরত গজনী শাহ (ষোড়শ শতক), ইসলাম ধর্ম প্রচারক, চাঁদপুরা গ্রাম।


চরবাড়িয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আরজ আলী মাতুব্বর (১৭ ডিসেম্বর, ১৯০০ - ১৫ মার্চ ১৯৮৫), দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ; লামচরি


চরকাউয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. শহীদ সিপাহী জাহাঙ্গীর হোসেন, বীরপ্রতীক (?? - ২৮ মার্চ ১৯৭১), কুমিরার যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা।


চরমোনাই ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মরহুম সৈয়দ মোহাম্মদ এছহাক (রহঃ) (১৯০৫ - ১৪ সেপ্টেম্বর ১৯৭৩), চরমোনাইর পির সাহেব; চরমোনাই।


জাগুয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. শরৎ চন্দ্র গুহ (৯ মে ১৮৭২ - ১৯৫৬), একাধিক বার বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও সমাজসেবী; গ্রাম: জাগুয়া।


কাশীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. রাজচন্দ্র রায়চৌধুরী (১৭৯৭ -  ??), লাখুটিয়ার জমিদার রায় বংশের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব; ১৮৬০ খৃৃস্টাব্দে বরিশাল হতে লাখুটিয়ায় খাল খনন ও রাস্তা নির্মাণকারী; গ্রাম: লাখুটিয়া। ২. রাখালচন্দ্র রায়চৌধুরী (উনবিংশ শতক), পিতার নামে বরিশালে রাজচন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা; শহরের রাখাল বাবুর পুকুরটি তাঁর নামের স্মারক; গ্রাম: লাখুটিয়া। ৩. কুসুমকুমারী রায়চৌধুরী (উনবিংশ শতক), বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক, স্বামী লাখুটিয়ার জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরী। ৪. প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায় (উনবিংশ শতক), রোহিনী কুমার সেন কর্তৃক প্রশংসিত লেখক; গ্রাম: কাশীপুর। ৫. দেবকুমার রায়চৌধুরী (২৩ জানুয়ারি ১৮৮৬ - ১০ ডিসেম্বর ১৯২৯), কবি ও লেখক; সাহিত্যক কুসুমকুমারী রায়চৌধুরীর পুত্র; গ্রাম: লাখুটিয়া। ৬. ইন্দ্রলাল রায় (২ ডিসেম্বর ১৮৯৮ - ২২ জুলাই ১৯১৮), প্রথম বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট; বিমান বাহিনীর সর্বোচ্চ সম্মান ডিএফসি-প্রাপ্ত; প্রথম বিশ^যুদ্ধে শহীদ; পিতা বরিশালের প্রথম ব্যারিস্টার পিয়ারীলাল রায়; গ্রাম: লাখুটিয়া। ৭. পরেশলাল রায় (২০ ডিসেম্বর ১৮৯৮ - ৩০ ডিসেম্বর ১৯৭৯) খ্যাতনামা মুষ্টিযোদ্ধা; বরিশাল পুলিশ লাইনসের উত্তরপাশের পরেশ সাগর নামের দীঘিটি তাঁর নামের স্মারক; পিতা বরিশালের প্রথম ব্যারিস্টার জমিদার পিয়ারীলাল রায়; গ্রাম: লাখুটিয়া। ৮. মহেন্দ্রনাথ দত্ত (২.৮.১৮৯৯-১৮.১০.১৯৮৭), পশ্চিমবঙ্গে মুদ্রণশিল্পের ক্ষেত্রে এবং পুস্তক প্রকাশনার জগতে খ্যাতনামা ব্যক্তি; সাহিত্য সংসদ ও শ্রী সরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা; গ্রাম: কাশীপুর। ৯. ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৯১২ - ১৯৪৮), ১৮.০৪.১৯৩০ তারেিখ জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে জয়লাভকারী বিপ্লবী; গ্রাম: কাশীপুর। ১০. নিখিল সেন (১৬ এপ্রিল ১৯৩১ - ২৫ ফেব্রুয়ারি ২০১৯), নাট্য নির্দেশনায় বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত; গ্রাম: কলস।


রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. হায়াত মাহমুদ (অষ্টাদশ শতক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীদের প্রথম যুগের বিশিষ্ট একজন। গ্রাম: কড়াপুর। ২. আব্দুল লতিফ (১৯২৭ - ২৬ ফেব্রুয়ারি ২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার ও সুরকার। গ্রাম: রায়পাশা


শায়েস্তাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মির মোয়াজ্জেম হোসেন (১৮১০ - ১৯০৯ খ্রিস্টাব্দের ০৭ অক্টোবর), নদীয়া ও যশোরে প্রিন্সিপাল স্মল কজেজ কোর্টের জজ; বাঙালীদের মধ্যে প্রথম অতিরিক্ত জজ; কলকাতা প্রেসিডিন্সিতে অনরারি ম্যাজিষ্ট্রেট; নবাবজাদা খেতাবপ্রাপ্ত বরিশালের একমাত্র জমিদার। ১. মির আবদুল মজিদ (উনবিংশ শতক) বরিশাল জেলার মধ্যে তিনি প্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেট; খান বাহাদুর উপাধিপ্রাপ্ত ; গ্রাম: সায়েস্তাবাদ। ২. নবাবজাদা সৈয়দ মোতাহার হোসেন (?? - ১৯১১), বরিশালের দ্বিতীয় ব্যারিস্টার; গ্রাম: সায়েস্তাবাদ। ৩. মির মুহাম্মদ হোসেন (? - ১৯৩০), বাকেরগঞ্জ জেলা বোর্ডের চেয়ারম্যান; লন্ডন টাইমস পত্রিকা এক সংখ্যায় তার ইংরেজী ভাষার দখল ও লাইব্রেরীর উচ্ছ্বসিত প্রশংসা করেছিল; তাঁর ব্যক্তিগত লাইব্রেরী উপমাহাদেশে বিখ্যাত ছিল; গ্রাম: সায়েস্তাবাদ। ৪. ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (১৯৪২ - ১৯৯৫ সালের ১৬ জানুয়ারি), আগরতলা যড়যন্ত্র মামলার আসামি; গ্রাম: সায়েস্তাবাদ। ৫. সুফিয়া কামাল: বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ; গ্রাম: সায়েস্তাবাদ।


বরিশাল সদর উপজেলার বিখ্যাত সামন্ত পরিবারসমূহ

১. শায়েস্তাবাদের জমিদার পরিবার। ২. লাখুটিয়ার জমিদার পরিবার।


বরিশাল সদর উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. চরবাড়িয়ার যুদ্ধ ১৯৭১ ২. বরিশাল মুক্ত দিবস, ৮ ডিসেম্বর ১৯৭১


বরিশাল সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. শরীফ নুরুল হুদা, অধ্যাপক, ইহিতাস বিভাগ, বিএম কলেজ। ২. আবদুল হালিম বরিশাল শহর, অধ্যাপক, ইতিহাস, ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ৩. সুনীল কুমার চক্রবর্তী, বরিশাল শহর, অধ্যাপক কারমাইকেল কলেজ রংপুর। ৪. রফিকুল ইসলাম, বগুড়া রোড, অধ্যাপক, দর্শনা কলেজ। ৫. এডভোকেট সুধীর কুমার চক্রবর্তী। ৬. এডভোকেট জিতেন্দ্রলাল দত্ত, বরিশাল বার। ৭. সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ আলেকান্দা, বিপ্লবী ছাত্র ইউনিয়ন নেতা। ৮. এসএম আলমগীর, আলেকান্দা, ছাত্রলীগ নেতা। ৯. কাজী আজিজুল ইসলাম (কুমিল্লা), অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল। ১০. গোলাম হোসেন (ফরিদপুর), অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল। ১১. বিদ্যাসাগর বন্দোপাধ্যায়, ছাত্র, গোরাচাঁদ রোড। ১২. মুজিবুর রহমান কাঞ্চন, আওয়ামী লীগ, শ্রীনাথ লেইন। ১৩. ডাঃ বংশীবিহারী চক্রবর্তী, এমবি দপ্তর সম্পাদক, আয়ামী লীগ, বগুড়া রোড, পটুয়াখালীতে নিহত। ১৪. মোহাম্মদ জোবায়ের টিপু, কলেজ রোড, ১১ ডিসেম্বর রায়েন্দা যুদ্ধে শহীদ। ১৫. মোস্তাক হোসেন ছেন্টু, পেশকারবাড়ি, ৭ ডিসেম্বর বাকেরগঞ্জ যুদ্ধে নিহত। ১৬. একেএম শাহ আলম, কাউনিয়া, এয়ারম্যান, বগুড়ায় ২৭ মার্চ নিহত। ১৭. শাহজাহান, গোরস্তান রোড, খুলনায় সম্মুখ যুদ্ধে শহীদ। ১৮. রনজিত কুমার বসু, নতুনবাজার। ১৯. প্রফুল্ল কুমার সেনগুপ্ত, ওভারসিয়ার, জেলা বোর্ড। ২০. ফ্লাইড সার্জেন্ট আবদুল ওয়াজেদ তালুকদার, বাংলাবাজার। ২১. আবদুস শুকুর, আমানতগঞ্জ। ২২. আবদুল গফুর, আমানতগঞ্জ। ২৩. শাহাবুদ্দিন তপন, ছাত্র, আমবাগান। ২৪. মোতাহার খলিফা, পূর্ব বগুড়া রোড। ২৫. সুবীর দত্ত (পান্ত), ছাত্র, আগরপুর রোড। ২৬. কেশব নায়ায়ণ ভট্ট্রাচার্য, হাসপাতাল রোড। ২৭. মনীন্দ্রনাথ হালদার, ফকিরবাড়ি রোড। ২৮. বাবুল চন্দ্র মুখার্জী, কাশীপুর। ২৯. কালীনাথ মিস্ত্রি, কাঠপট্টি। ৩০. সীমা গুপ্ত, শংকরমঠ। ৩১. জালালউদ্দিন, চরবাড়িয়া। ৩২. লাল বরু। ৩৩. আবদুল ওহাব। ৩৪. আনোয়ার হোসেন, চরবাড়িয়া। ৩৫. নিরোধ বরুণ চক্রবর্তী, কাউনিয়া। ৩৬. শতীশ চন্দ্র গাঙ্গুলী, চরবাড়িয়া। ৩৭. তপন কুমার দে। ৩৮. মধুসুদন কর। ৩৯. সেকান্দর আলী হাওলাদার। ৪০. শেখ আবদুল মজিদ, কাউনিয়া। ৪১. দীলিপ চন্দ্র মন্ডল। ৪২. বালা দাস, স’ রোড। ৪৩. দীলিপ কুমার সরকার, হাটখোলা। ৪৪. দীপালী রায়, হাটখোলা। ৪৫. জগদীশ চন্দ্র রায়, হাটখোলা। ৪৬. সুরেন্দ্রনাথ দত্ত। ৪৭. তামিলি বালা দাস, স’ রোড। ৪৯. মুকুন্দনাথ সিকদার, সাগরদী। ৫০. ক্ষিরোদ সাহা, সাগরদী। ৫১. সুকুমার রঞ্জন গুপ্ত, হসপিটাল রোড। ৫২. চপলা দেবী, ঝাউতলা। ৫৩. শংকর কুমার সাহা, ভাটিখানা। ৫৪. ব্রজেন্দ্রনাথ সাহা, ভাটিখানা। ৫৫. নারায়নচন্দ্র সাহা, ভাটিখানা। ৫৬. ঠাাকুর দাস সাহা, ভাটিখানা। ৫৭. গণি হাওলাদার, মগরপাড়া। ৫৮. মীর আবদুস সেলিম, সায়োস্তাবাদ। ৫৯. আঃ রাজ্জাক হাওলাদার, জাগুয়া, দিনাজপুরে নিহত। ৬০. বাবুল বণিক, স’ রোড। ৬১. গৌরাঙ্গ রায়, বরিশাল শহর। ৬২. সিপাহী আশ্রাব আলী, চরকাউয়া, কুমিরøা সেনানিবাসে নিহত। ৬৩. যজ্ঞেশ্বর পোদ্দার, কাঠপট্টি। ৬৪. ঘোসাই দাস, হরিদাস সেন, সদর রোড, জাহাঙ্গীর গাজী, কাশিপুর। ৬৫. চর উলানগুনি। ৬৬. যতীন্দ্রনাথ ঘোষ ভাটিখান। ৬৭. আতাহার আলী, চর উলানগুনি। ৬৮. আনসার কদম আলী তালুকদার। ৬৯. আবদুল হাই, চরমোনাই। ৭০. সিপাহী আশ্রাব জমাদর, চর কাউয়া। ৭১. মোতালেব আকন, ইছাকাঠি- জুনাহারে সুম্মুখ যুদ্ধে শহীদ। ৭২. রকমান মুন্সী, বিল্লাবাড়ী। ৭৩. সৈয়দ আবদুল মালেক, বুকাইনগর। ৭৪. আনোয়ার হোসেন, চরবাড়িয়া। ৭৫. আইয়ুব খাঁন, মগরপাড়া। ৭৬. সৈয়দ মোবারক আলী, মগরপাড়া। ৭৭. হাচন আলী, করাপুর। ৭৮. তোফায়েল মোল্লা, সারসী। ৭৯. আবদুল বারেক সিকদার, হরিনাফুলিয়া। ৮০. জাকির হোসেন পলাশ। ৮১. লাখুটিয়া। ৮২. হোসেন আলী, লাখুটিয়া। ৮৩. রোকেয়া, সারসী। ৮৪. নিকুঞ্জ বিহারী ভট্ট্রাচার্য, কটুরাকাটি। ৮৫. চপলা সুন্দরী চক্রবর্তী, কটুরাকাটি। ৮৬. ইপিআর মুজাহার তালুকদার, কটুরাকাটি। ৮৭. মোতাহার আলী সিকদার, দিয়াপাড়া। ৮৮. সুলতান আহমেদ, চর উলানগতি। ৮৯. রাবেয়া খাতুন, চর আইচা। ৯০. অমরচন্দ্র সাহা, ভাটিখানা। ৯১. জাহাঙ্গীর, কাউনিয়া। ৯২. গোবিন্দ চন্দ্র সাহা, দীনবন্ধু সেন রোড। ৯৩. করুণা রানী সাহা, দীনবন্ধু সেন রোড। ৯৪. সত্যদাস গুপ্ত, দীনবন্ধু সেন রোড। ৯৫. বিশুদা, দীনবন্ধু সেন রোড। ৯৬. তোজম্বর আলী তালুকদার, কাউয়ারচর। ৯৭. আলমগীর হোসেন খান, সিংহেরকাঠি। ৯৮. মোসলেম কমান্ডার, টুঙ্গীবাড়িয়া। ৯৯. রবীন্দ্রনাথ ম-ল, সহকারী ট্রেজারার, বরিশাল পোস্ট অফিস। ১০০. কার্তিক চন্দ্র, পিয়ন, বরিশাল বার। ১০১. বিভূতি ভূষণ ব্যানার্জী, ডেপুটি পোস্ট মাস্টার, বরিশাল। ১০২. রণজিত বসু মধু, পিয়ন, ল’ কলেজ। ১০৩. ইবিআর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পুরানপাড়া। ১০৪. মোতাহার উদ্দীন আহমেদ, গোরস্থান রোড, নলছিটি-দরগাবাড়ি। ১০৫. আবুল হোসেন, কর্নকাঠি; নলছিটি থানা আক্রমণের সময় শহীদ। ১০৬. আফতাব উদ্দিন, জেলা ইনটেলিজেন্স অফিসার।


নিবাস বৃহত্তর বরিশালে, কিন্তু বরিশালের সঠিক কোনস্থানে তা জানা যায়নি এমন বিখ্যাত ব্যক্তিগণ

১. গোবিন্দচন্দ্র রায় (২৩ অক্টোবর ১৮৩৮ - ১০ জুলাই ১৯১৭), সংস্কৃত ও ফারসি ভাষায় পন্ডিত; আগ্রার বিখ্যাত চিকিৎসক; গীতিকার। [সংসদ বাঙালি চরিতাভিধানে লিখিত আছে যে, তাঁর জন্মস্থান বরিশালের মিরপুর। কিন্তু বরিশালে মিরপুর নামে কোনো স্থানের হদিস পওয়া যায় না একমাত্র কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রাম ছাড়া। বিভিন্ন কারণে অনুমান হয় যে, উক্ত গ্রাম গোবিন্দচন্দ্র রায়ের জন্মস্থান নয়]। ২. আনন্দচন্দ্র রায় (১৮৪৪ - ১৯৩৫) জনসেবক হিসাবে ঢাকা মিউনিসিপ্যালিটির প্রথম বেসরকারি চেয়ারম্যান। [সংসদ বাঙালি চরিতাভিধানে লিখিত আছে যে, তাঁর জন্মস্থান বরিশালের মিরপুর। কিন্তু বরিশালে মিরপুর নামে কোনো স্থানের হদিস পওয়া যায় না একমাত্র কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রাম ছাড়া। বিভিন্ন কারণে অনুমান হয় যে, উক্ত গ্রাম গোবিন্দচন্দ্র রায়ের জন্মস্থান নয়]। ৩. বিপিনবিহারী সেন ( ?? - ডিসেম্বর ১৯৩৭) বিশিষ্ট চিকিৎসক ও প্রবীণ কংগ্রেসনেতা। ৪. নিবারণচন্দ্র দাশগুপ্ত, রায়বাহাদুর ( ? - ২৪ মার্চ ১৯৩৮) প্রাক্তন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ও লেখক। ৫. নলিনী মিত্র (১৮৯২ - ২০ অক্টোবর ১৯৭৮), স্বদেশি আন্দোলনের নেতা। ৬. সতীন্দ্রনাথ সেন (১৫ এপ্রিল ১৮৯৪ - ১৮ মার্চ ১৯৫৫), বিখ্যাত বিপ্লবী ও আইন সভার সদস্য। ৭. মহারাজ শিবাননন্দ সরস্বতী (৪ জুলাই ১৯০০ - ৭ অক্টোবর ১৯৭৯), যোগচিকিৎসার পথপ্রদর্শক। [তাঁর জন্ম বাঘলপাড়া গ্রামে মর্মে সংসদ চরিতাভিধানে উল্লিখিত আছে, তবে ‘বাঘলপাড়া’ নামে কোনো গ্রাম বর্তমান বরিশালের ভূগোলে খুঁজে পাওয়া যাচ্ছে না।] ৮. সত্যরঞ্জন বকসি (১৪ জুলাই ১৮৯৭ - ৮ জানুয়ারি ১৯৮৩), স্বাধীনতা সংগামী; নেতাজি সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী ও সাংবাদিক। ৯. শৈলেন্দ্রনাথ দাশগুপ্ত (২২.২.১৯০০ - ৮.৮.১৯৮০) বৃটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামী ও বিপ্লবী। ১০. সত্যেন্দ্রনাথ সেন (৪ জুন ১৯০২ - ৭ আগস্ট ১৯৭১) দিল্লি¬ ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও এশিয়ান থিয়েটারের ডিরেক্টর। ১১. চারুবালা গঙ্গোপাধ্যায় (১৯০৫ - ২২ জুন ১৯৯৯), নারীনেত্রী ও সমাজকর্মী; মনোরমা মাসিমার সহযোদ্ধা। ১২. মাধব দত্ত (১৯০৫ - ১৯ মে ১৯৮৫) জলপাইগুড়ি জেলার কৃষক আন্দোলনের অগ্রণী সৈনিক। ১৩. মনীন্দ্রনাথ রায় (১৯০৬ - ৩১ আগষ্ট ১৯৯২), বিজ্ঞানী এবং ট্রান্সফর্মার নির্মাণের ক্ষেত্রে ভারতের পথিকৃৎ। ১৪. অরুণা আসফ আলি (১৬ জুলাই ১৯০৯ - ২৯ জুলাই ১৯৯৬ তারিখ) সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী ও দিল্লির প্রথম মেয়র। ১৫. নরেন সেন (৩১.৮.১৯০৯ - ১২.৮.২০০০), স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী। [নরেন সেনের বাড়ি বরিশালের নারায়ণকাছি গ্রামে মর্মে সংসদ বাঙালি চরিতাভিধানে উল্লিখিত আছে, তবে নারায়ণকাছি নামে কোনো গ্রামের নাম বর্তমান বরিশালে খুঁজে পাওয়া যাচ্ছে না।] ১৬. কালিদাস ভট্টাচার্য (১৯১১ - ১৫ মার্চ ১৯৮৪), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১৭. পান্নালাল ঘোষ (৩১ জুলাই ১৯১১ - এপ্রিল ১৯৬০), খ্যাতনামা বংশীবাদক। ১৮. সুধাংশু দাশগুপ্ত (৩০.১.১৯১২ - ১০.৫.২০০৩), স্বাধীনতা সংগ্রামী, সি.পি.আই. (এম.) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও ‘দেশহৈতেষী’ পত্রিকার প্রধান সম্পাদক। ১৯. ডা. নির্মলকুমার রায়চৌধুরী (৯.২.১৯১২- ২৪.১১.১৯৯৩), সমাজসেবী ও গরিবের চিকিৎসক। ২০. নীরেন ঘোষ (এপ্রিল ১৯১৫-১.৭.২০০১) প্রথমে রাজ্যসভার ও পরবর্তীতে দমদম লোকসভার সদস্য। ২১. নীহার সরকার (১২.১২.১৯১৫ - ২৪.১.১৯৯৬), প্রখ্যাত অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, বিশিষ্ট গবেষক ও স্বাধীনতা সংগ্রামী। ২২. অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় (১৯১৬ - ১০ সেপ্টেম্বর ১৯৮৮) ভারতের পুরাতত্ত্বের একজন বিশিষ্ট কর্মকর্তা ও প্রবন্ধকার। ২৩. শান্তি ঘোষ (২২.১১.১৯১৬ - ২৭.৩.১৯৮৯), ইংরেজ জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সের হত্যাকারী বিখ্যাত বিপ্লবী। ২৪. নীলরতন বন্দ্যোপাধ্যায় (১৯১৬-১৬.৬.১৯৯২), বিখ্যাত রসসাহিত্যিক ও সংগীতশিল্পী। ২৫. অধীর চক্রবর্তী (১৯১৯ - ১৬ অক্টোবর ১৯৮৭), পশ্চিমবঙ্গের বামফ্রন্ট মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রীর সংবাদ সংক্রান্ত উপদেষ্টা। ২৬. জহর রায় (১৯ সেপ্টেম্বর ১৯১৯- ১ আগস্ট ১৯৭৭) বাংলার চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা কৌতুকাভিনেতা। ২৭. সুবাসসিঞ্চন রায় (২৮.৭.১৯১৯-১৭.৪.১৯৯৯) বিশিষ্ট ইতিহাসবিদ ও অধ্যাপক। ২৮. শৈলেন দাশগুপ্ত (২৪.১০.১৯২০ - ১০.৭.২০০১, কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গের রাজ্যসম্পাদক এবং একই সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান। ২৯. সুনীল সেন (১৯২১-২২.১.১৯৯৪) কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম সভাপতি। ৩০. উৎপল দত্ত (২৯ মার্চ ১৯২৩ - ১৯ আগস্ট ১৯৯৪), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব ও শেক্সপিয়ার বিশেষজ্ঞ। ৩১. কাজী বাহাউদ্দিন আহমেদ (১৭ মে ১৯২৬ - ২ অক্টোবর ১৯৯৮). পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। ৩২. রাধাকান্ত নন্দী (১৯২৮ - ৩০ নভেম্বর ১৯৮৪), তবলা, পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে ভারতব্যাপী বিথ্যাত ৩৩. কানু ঘোষ (১৯২৯ - ৪ ডিসেম্বর ১৯৯৭) মুম্বাই আই.পি.টি.এ.-র নেতা ও বিশিষ্ট সুরকার। ৩৪. নরেন মুখোপাধ্যায় (৩১.১২.১৯৩০ - ১২.১.২০০০), বিশিষ্ট গণসংগীত শিল্পী। ৩৫. রবি ঘোষ (২.১১.১৯৩১ - ৪.২.১৯৯৭), খ্যাতনামা চিত্রাভিনেতা। ৩৬. বীণা কাঞ্জিলাল (৬.২.১৯৩৫ - ১৩.৪.১৯৯৭): সমাজসেবী ও বাম আন্দোলনের নেত্রী। ৩৭. শুক্লা বন্দ্যোপাধ্যায় (৯.১১.১৯৩৮ - ২০.৯.২০০৩) বিশিষ্ট শিল্পী ও মঞ্চাভিনেত্রী। ৩৮. কল্যাণ চক্রবর্তী (২৬ ডিসেম্বর ১৯৪৩ - ২৪ নভেম্বর ১৯৯৮) ভারতের খ্যাতনামা ব্যাঘ্র বিশেষজ্ঞ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।